November 22, 2024 - 6:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়কমপ্লায়েন্স অডিটের জন্যেও একটি প্যানেল অগ্রিম চেয়ে রাখছি !

কমপ্লায়েন্স অডিটের জন্যেও একটি প্যানেল অগ্রিম চেয়ে রাখছি !

spot_img

মো. মিজানুর রহমান, এফসিএস; পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ‘স্বতন্ত্র পরিচালক প্যানেল’ গঠন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার (২৯ এপ্রিল) কমিশনের ৭২৫তম সভায় স্বতন্ত্র পরিচালকের প্যানেল গঠনের বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বিএসইসি থেকে জানানো হয়েছে।

বর্তমানে করপোরেট গভর্নেন্স কোডের শর্ত অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিতে পরিচালনা পর্ষদের সদস্য হবেন সর্বনিম্ন ৫ জন ও সর্বোচ্চ ২০ জন। আর তাদের মধ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্যানেলের বাইরে থাকা কোনো স্বতন্ত্র পরিচালকে তালিকাভুক্ত কোম্পানি আর নিয়োগ দিতে পারবে না। তখন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র ‘স্বতন্ত্র পরিচালকের প্যানেল’ থেকেই। স্বতন্ত্র পরিচালকরা যেন সঠিক ভূমিক রাখতে পারেন, তা বিবেচনায় নিয়েই এই স্বতন্ত্র পরিচালক প্যানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা ধরে নিতেই পারি। আর এই স্বতন্ত্র পরিচালক প্যানেল তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই  তখন কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে পুঁজিবাজারে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত হবে। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসনও প্রতিষ্ঠা হবে। প্যানেল গঠনের পর স্বতন্ত্র পরিচালকরা যথাযথ ভূমিকা পালন করলে কোম্পানিগুলোতে দুর্নীতির পরিমাণ কমে যাবে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।স্বতন্ত্র পরিচালকের প্যানেল বাস্তবায়ন করা সম্ভব হলে কোম্পানিগুলোতে অনিয়ম বন্ধ হবে।  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দুঃজনক হলেও সত্য, অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানিতে  স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্ত পরিপালন করা হয় না। কোম্পানিগুলো নিজেদের পচ্ছন্দ মতো লোককেই স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। ফলে তাদের দ্বারা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে জোরালো অবস্থান নেওয়া সম্ভব হয় না। স্বতন্ত্র পরিচালক প্যানেল গঠিত হলে এসব অনিয়ম দূর হবে এমনটাই আশা সাধারণ বিনিয়োগকারীদের।

বিদায় নেয়ার আগে  অত্যন্ত সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি’র বর্তমান কমিশন। তবে করপোরেট গভর্নেন্স কোডে শুরুতেই এ বিষয়ে বলা খাকলে বিএসইসি’র বর্তমান কমিশন এটা বাস্তবায়ন করেই যেতে পারতেন। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বিএসইসি থেকে জানানো হয়েছে। ফলে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংকা থেকেই যায়, তারপরও আমরা ভালো কিছুর অপেক্ষায় থাকলাম। যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তবে সাধারণ বিনিয়োগকারীদের বাজারের উপর আস্থার জায়গা তৈরী হবে, যেমনটি হয়েছে আর্থিক নিরীক্ষক প্যানেলের উপর।

বিএসইসি’র ‘করপোরেট গভর্নেন্স কোডে শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে স্বতন্ত্র পরিচালকদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানিগুলো যেন স্বতন্ত্র পরিচালক হিসেবে সঠিক ব্যক্তি নির্বাচন করতে পারে তার ওপর জোর দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালক প্যানেল গঠিত হলে বিএসইসি’র ‘করপোরেট গভর্নেন্স কোড আরো শক্তি নিয়ে আগাতে পারবে এবং কোম্পানীতে স্বচ্ছতা বাড়বে, কারণ যোগ্য স্বতন্ত্র পরিচালকরাই পুঁজিবাজারে কর্পোরেট সুশাসনের মূলশক্তি।

তবে বিএসইসি’র বর্তমান কমিশন বিদায় নেয়ার আগেই যদি কমপ্লায়েন্স অডিটের জন্যও একটি পৃথক প্যানেল গঠন করার সিদ্ধান্ত দিয়ে যেতো তাহলে আরো একটি সঠিক ও সাহসী সিদ্ধান্ত পুঁজিবাজারে কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে বর্তমান কমিশনের জন্য দৃষ্ঠান্ত হয়ে থাকত। কিন্তু আমরা আশাহত না নতুন কমিশনের কাছে অগ্রিম চেয়ে রাখছি কমপ্লায়েন্স অডিটের জন্যও একটি পৃথক প্যানেল, যা কোন ভাবেই কম গুরুত্বপূর্ণ না। আর আমরা আশা করতেই পারি খুব শির্ঘ্রই করপোরেট গভর্নেন্স কোডে সংশোধনী এনে বিএসইসি’র নতুন কমিশন কমপ্লায়েন্স অডিটের জন্যও একটি পৃথক প্যানেল গঠন করার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...