বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অনবদ্য অভিনয়গুণে দর্শকহৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। দর্শক আগ্রহের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
এবার এ অভিনেতা কথা বললেন দেশের চলমান ধর্ষণ ইস্যু নিয়ে। সাম্প্রতিক দেশজুড়ে ধর্ষণের ঘটনাগুলো ভয়াবহভাবে বেড়েছে। বিভিন্ন বয়সী নারীরা ন্যক্কারজনক এ ঘটনার শিকার হচ্ছেন। কোমলমতি শিশুরাও বাদ পড়ছে না। এ পরিস্থিতিতে নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই।
রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিলয় আলমগীর লিখেছেন, ‘ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার।’
এদিকে নিলয় আলমগীরের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সবাই প্রিয় তারকার মন্তব্যকে সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এই আন্দোলনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। সে তালিকায় একের পর এক যুক্ত হচ্ছেন তারকারাও।
আরও পড়ুন: