বিনোদন ডেস্ক : গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। বড়পর্দায় মুক্তির প্রায় সাড়ে চার মাস পর এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির। অর্থাৎ সর্বসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত হতে যাচ্ছে সিনেমাটি।
আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় ‘দরদ’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম ‘দরদ’।
অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘দরদ’ প্রচার হবে।
সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং এটি সাইকো থ্রিলার ঘরানার একটি গল্প। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া চরিত্রেই অভিনয় করেছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
আরও পড়ুন:
ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার: নিলয় আলমগীর
দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন, চান ইসলামি রীতিতে দাফন