পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৫ কোটি ৯১ লক্ষ ৭৮ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫২ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৭৩১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৬.৭৬ পয়েন্ট বেড়ে ৫২১৬.০৭ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯৫ পয়েন্ট বেড়ে ১৮৯৯.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬৯ পয়েন্ট বেড়ে ১১৬৬.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, বীচ হ্যাচারী, লিন্ডে বিডি, ফু-ওয়াং ফুড, গোল্ডেন হারভেস্ট, আলিফ ইন্ডাঃ, রবি আজিয়াটা ও হাক্কানি পাল্প।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: গোল্ডেন হারভেস্ট, এসআলম কোল্ড, ইপিজিএল, কেটিএল, ইবিএল ১ম মি. ফা., ডিবিএইচ ১ম মি. ফা., ইসলামিক ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, ইটিএল ও মির আখতার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, বিআইএফসি, সোনারগাঁও টেক্সটাইল, লিন্ডে বিডি, আলিফ ইন্ডাঃ, সমতা লেদার, বার্জার পেইন্ট, এপেক্স ট্যানারী, সন্ধানী ইন্সুঃ ও ফারইস্ট লাইফ ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৬৫৩৩৬১৫০২৪৬.২০।