March 18, 2025 - 5:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

spot_img

কর্পোরেট ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার। কোরাস (CHORUS) ব্র্যান্ডের সাউন্ডবারগুলোর মডেল ডব্লিউএসবি১৮০১ (WSB1801), ডব্লিউএসবি১৮০২ (WSB1802) এবং ডব্লিউএসবি২০০ (WSB200)। উন্নতমানের সাউন্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাউন্ডবারগুলো সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য ওয়ালটনের এই সাউন্ডবারগুলো হতে পারে পারফেক্ট চয়েস।

ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ (WSB1801) ও ডব্লিউএসবি১৮০২ (WSB1802) মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার ও সাউন্ডবারের সমন্বয়ে তৈরি এই দুটি মডেল গভীর বেজ ও স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫বাই৮৫ মিলিমিটার, যা ব্যালান্সড ও ডিটেইলড সাউন্ড নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত হওয়ায় উচ্চ ও নিম্ন মাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩, এইউএক্স (৩.৫মিমি), অপটিক্যাল ইন এবং টিভি এআরসি কানেক্টিভিটি যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করার সুবিধা দেয়। মিউজিক বা অডিও ফাইল প্লেব্যাকের জন্য এতে ইউএসবি পোর্ট ও ৩২জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য ওয়ালটনের ডব্লিউএসবি২০০ মডেলের সাউন্ডবারটি পারফেক্ট চয়েজ। এটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের সাবউফার এবং মাল্টি-স্পিকার সেটআপ, যা গভীর বেজ ও স্পষ্ট অডিও প্রদান করে। ডব্লিউএসবি২০০ মডেলটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ পর্যন্ত, যা আরও বিস্তৃত ও উন্নত সাউন্ড রেঞ্জ নিশ্চিত করে। এতে ৭৫ ডেসিবল পর্যন্ত এস/এন (≥75dB S/N) রেশিও এবং ৪০ ডেসিবল পর্যন্ত (≥40dB) সেপারেশন থাকায় শব্দের স্বচ্ছতা আরও উন্নত হয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত সাউন্ড ব্যালান্স ও মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই সাউন্ডবারগুলো সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।

তিনি জানান, সাউন্ডবারগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৪,৭৫০ টাকা, ১৩,৯৫০ টাকা এবং ১৫,৭৫০ টাকা। নতুন এই ৩ মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০% বিশেষ ছাড় চলছে।

নতুন সাউন্ডবারগুলোর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম, যা ঘরের যেকোনো ইন্টেরিয়রের সঙ্গে মানিয়ে যাবে। ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ মডেলগুলোর সাবউফারের ডাইমেনশন ১৯০ বাই ৩০৬ বাই ৩৬৮ মিমি এবং সাউন্ডবারের ডাইমেনশন ৯০০ বাই ১০৫ বাই ৭০ মিমি, যা কম্প্যাক্ট এবং স্টাইলিশ লুক প্রদান করে। অন্যদিকে, ডব্লিউএসবি২০০ মডেলের সাবউফারের আকার ১৯০ বাই ৩৭৩ বাই ৩২০ মিমি এবং সাউন্ডবারের আকার ৯০০ বাই ৭২ বাই ৯৩ মিমি, যা আরও শক্তিশালী অডিও আউটপুট নিশ্চিত করতে সহায়ক।

ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ এখন ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/music/speaker) থেকে ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস ও স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও লুবানা জেনারেল হাসপাতালের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এবং...

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া...

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত নিরীক্ষা কমিটির ৮ম সভা সোমবার (১৭ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া...

ময়মনসিংহে আরসা’র ৪ সদস্য আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরাকান আরসার চার সদস্যকে আটক করেছে র‍্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র...

শ্রীমঙ্গলে আড়াই কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে শুরু করা অভিযানে সহকারী...