পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৪ কোটি ৬৬ লক্ষ ৫৫ হাজার ৬৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৮হাজার ৫৬৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে ৫২২৫.৬১ ডিএস-৩০ মূল্য সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে ১৯০১.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৩৩ পয়েন্ট কমে ১১৬৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল্প, বিডি থাই, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাঃ ও খান ব্রাদার্স পিপি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট ইন্সুঃ, ডিজিআইসি, কন্টিনেন্টাল ইন্সুঃ, প্রিমিয়ার সিমেন্ট, ইস্কয়ার নিটিং, ইবিএল ১ম মি. ফা., প্রভাতি ইন্সুঃ ও ডিবিএইচ ১ম মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., খান ব্রাদার্স পিপি, ইসলামিক ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, পিএইপি ১ম মি. ফা., মিরাকেল ইন্ডাঃ, লিন্ডে বিডি, আইএসএন লিঃ, তসরীফা ইন্ডাঃ ও প্রিমিয়ার লিজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৫৫৭০৬৪০৮১৮০.২০।