November 22, 2024 - 6:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের আদেশ মানবতার জয়

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের আদেশ মানবতার জয়

spot_img

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন তাতে  বাংলাদেশ ও মানবতার জয় হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, মানবাধিকার কর্মীদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। গাম্বিয়া, ওআইসি, রোহিঙ্গা এবং অবশ্যই বাংলাদেশের জন্য এটি বড় বিজয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আইসিজের আদেশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা নিয়ে একধাপ এগিয়ে গেল। এ সমস্যা ইতিবাচক সমাধান প্রশ্নে বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশকেই পাশে পাবে। তবে আদেশপ্রাপ্তির পর এ বিষয়ে বাংলাদেশকে এখন আরো বেশি তৎপর হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বাস্তবায়নে সুপারিশ করবেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত অধ্যাপক ইয়াংহি লি। তিনি বলেছেন, মিয়ানমারের নিরাপত্তাকর্মীরা রোহিঙ্গাদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যাকান্ড চালিয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এখনো মিয়ানমারে বিচার পাওয়ার পরিবেশ নেই। আর এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে। তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধর দেশের শীর্ষ নেতৃত্বের উচিত কক্সবাজারে এসে রোহিঙ্গাদের অবস্থা দেখে যাওয়া, প্রকৃত অবস্থা অনুধাবন করা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আইসিজের আদেশ দেওয়ার দিনটিকে ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করে বলেন, সিয়েরলিওন, রুয়ান্ডা ও বসনিয়া হার্জেগোভিনায় যেভাবে গণহত্যার বিচার হয়েছে, মিয়ানমারের ক্ষেত্রেও তা হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি ভিত্তিতে একগুচ্ছ অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদলত। জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী বা কোনো পক্ষ এমন কিছু করতে পারবে না, যা গণহত্যা হিসেবে পরিগণিত হতে পারে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজের ১৭ সদস্যের বিচারিক প্যানেল গত বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এই আদেশ দেন। আদালতের চারটি আদেশ হলো, জাতিসংঘ কনভেনশন অনুযায়ী রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে। গণহত্যার প্রমাণ ধ্বংস করা যাবে না। সশস্ত্র বাহিনী আবার কোনো গণহত্যা ঘটাতে পারবে না। চার মাস পরপর মিয়ানমারকে আদালতে প্রতিবেদন দিতে হবে, যত দিন না পর্যন্ত বিচারের চূড়ান্ত রায় প্রকাশিত হয়। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার অভিযোগ ছিল, দুই বছর আগে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে সেনাবাহিনীর অভিযানে যে বর্বরতা চালানো হয়েছে, তার মধ্য দিয়ে ১৯৮৪ সালের আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন বঙ্গ করেছে মিয়ানমার।

এদিকে আদেশ ঘোষণার তিন দিন আগে আদালতকে জানিয়েছে, ২০১৭ সালে রাখাইনে দেশটির সেনাবাহিনীর অপারেশন ক্লিয়ারেন্সের সময় কিছু সৈন্য সেখানে যুদ্ধাপরাধ করলেও গণহত্যার মতো ঘটনা ঘটেনি। তবে আইসিজে ওই বক্তব্যকে প্রতারণামূলক হিসেবে চিহ্নিত করেছে।

অন্যদিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে তিনি গণহত্যার অভিযোগ অস্বীকার করেন। আমরা মনে করি, প্রতিটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। সেখানকার ঘটনা যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়ে থাকে, তাহলে সাত লাখ মানুষ কেন দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেবে। অত্যাচার ও নিপীড়নের মাত্রা এতটাই প্রবল ছিল, সাত লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে সবকিছু ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুতরাং মিয়ানমারকে তার পূর্ব অবস্থান থেকে সরে এসে নতুন পথের সূচনা করতে হবে। যে পথ হবে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থাকে নিশ্চিত করা। তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...