January 22, 2025 - 2:47 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মূল হবে দুর্নীতি, এগিয়ে যাবে দেশ

প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মূল হবে দুর্নীতি, এগিয়ে যাবে দেশ

spot_img

দুর্নীতি-অনিয়ম ও উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত থাকলে দলের নেতাদেরও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের প্রকল্পসমূহের জন্য বরাদ্ধকৃত অর্থ সুষ্ঠুভাবে ব্যয় করা হলে দেশ আরো অনেক দূর এগিয়ে যেত। এ কারণে ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত করছে তাদের খুঁজে বের করতে হবে। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে, অসৎ কাউকে ছাড় দেয়া হবে না। ভোগবিলাসিতায় এত টাকা কীভাবে এল তাও পরীক্ষা করে দেখা হবে।

বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার নিউইয়র্কের টাইম স্কোয়ারে ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী এই অবস্থানকে প্রশংসা করছি এবং তার উদ্যোগের সাফল্য কামনা করছি। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী সফল হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, আামি একটা কথা স্পষ্ট বলতে চাই, এই অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ কাজে যদি ধরা পড়ে, তবে সে যেই হোক না কেন, আমার দলের হলেও ছাড় হবে না, এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

এছাড়া, দুর্নীতির পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান, সেটাও অব্যাহত থাকবে। এই মাদক একটা পরিবার ধ্বংস করে, একটা দেশ ধ্বংস করে। এর সঙ্গে কারা আছে সেটাও আমরা খুঁজে বের করব। বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক দূর করে বাংলাদেশের মানুষকে আমরা উন্নত জীবন দিতে চাই। জঙ্গীবাদ ও সন্ত্রাস যে কেবল বাংলাদেশের সমস্যা না, গোটা বিশ্বের জন্যই যে এটি একটি হুমকি, সে কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এখন দেশের উন্নতির জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার।

দুর্নীতি অনিয়ম সভ্যতার একটি কালোদিক। এটা অনাদিকাল ধরে চলে আসছে। প্রায় আড়াই হাজার বছর আগে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্রে ৩৬ প্রকার তহবিল তছরুফের কথা উল্লেখ আছে। সুলতানি আমল, মোঘল আমল এমনকি ইংরেজ আমলেও সমাজে দুর্নীতি ছিল। কিন্তু সেই দুর্নীতি খুবই নিয়ন্ত্রিত মাত্রায় ছিল। দুর্নীতিবাজরা সমাজে ঘৃণিত ছিল। কিন্তু স্বাধীনতা উত্তরকালে দুর্নীতির বাধ ভেঙে যায়। একশ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হয় এবং দুর্নীতি কিছুটা প্রতিষ্ঠানিক রূপ পেয়ে যায়। সমাজে শৃঙ্খলা ভেঙে পড়ে এবং দুর্নীতিবাজরা বড় গলা করে কথা বলে। বঙ্গবন্ধু বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ‘চোরের খনি’ পেয়েছেন বলে আশপাশের লোকদের সতর্ক করেছিলেন। তিনি ঘুষখোর সরকারি কর্মকর্তাদের “ভূড়েল’ বলে অভিহিত করে বলেছিলেন, ‘মনে রেখো ওই কৃষকের পরিশ্রমের টাকায় তোমাদের বেতন হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের আগেই তাকে হত্যা করা হয়।বাংলাদেশের অতীতের সরকার প্রধানরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো কথাই বলেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ আমরা ইতিবাচক হিসেবে দেখছি। শতভাগ দুর্নীতিমুক্ত দেশ পৃথিবীতে নেই। কিন্তু যদি এই উদ্যোগের মাধ্যমে ঘুষ দুর্নীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায়, সেটা জাতির জন্য বড় অর্জন হবে। আমরা প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সফল্যও কামনা করছি।

পেঁয়াজের সিন্ডিকেট বাণিজ্য থামাতে হবে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে দায়েরকৃত এক বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে...

দুই স্ত্রীর বিরোধে স্বামীর লাশ ১০ বছর হিমঘরে

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইসলাম ধর্ম অনুযায়ী দাফন নাকি হিন্দুধর্ম মতে সৎকার এই নিয়ে শুরু হওয়া নজিরবিহীন বিরোধের বিষয়টি ঢাকার আদালত হয়ে এখন বিচারাধীন...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা...

রোনালদোর রেকর্ডের ম্যাচে আল-নাসেরের জয়

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে চল্লিশের দোরগোড়ায় এসেও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে হলেন ম্যাচসেরাও। জাতীয় দল ও...

যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ হাজার অভিবাসীকে চিহ্নিত করেছে ভারত সরকার, যাদের প্রত্যাবাসনের পরিকল্পনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে চাপ কমাতে ভারত...

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস...

এসিআইয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে...

৩ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা আজ। কোম্পানি গুলো হলো:- মালেক স্পিনিং মিলস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রানার অটোমোবাইলস পিএলসি। ঢাকা...