December 5, 2025 - 3:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমঅবৈধভাবে চলছে মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার

অবৈধভাবে চলছে মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার

spot_img

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজারে অবস্থিত সেভেন স্টার টাওয়ারের দ্বিতীয় তলায় কোনো প্রকার কাগজপত্র ছাড়াই ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতলের নামে চলছে মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার। ভেতরে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালু থাকলেও হাসপাতালের বালাইমাত্র নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনও রয়েছে নিরব।

রোববার (১৩ অক্টোবর) সরেজমিন জানা যায়, সাহরাইল বাজার স্ট্যান্ডে সেভেন স্টার টাওয়ারের দ্বিতীয় তলায় ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতালের সাইনবোর্ড টাঙানো রয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভেতরে ঢুকতেই ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চোখে পড়ে। সেখানে নাম দেখা যায় মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটির ম্যানেজার মনির হোসেনকে জিজ্ঞেস করলে হাসপাতালের পরিবর্তে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে বলেন, পূর্বে হাসপাতালের কার্যক্রম চালু থাকলেও কাগজপত্র করতে না পারায় বর্তমানে শুধু ডায়াগনস্টিক চালু রয়েছে।

আশপাশের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানটি চলছে কাগজপত্র বিহীন। এক্সরে কক্ষের রেডিয়েশন যাতে বাইরে যেতে না পারে তারও কোনো ব্যবস্থা রাখা হয়নি। তা ছাড়া প্রতিষ্ঠানটির মালিক এখানে চেম্বার করেন, ব্যবস্থাপত্রে রোগীদের অধিক পরিমানে পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন। প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় অতিরিক্ত অর্থ। এতে সেবা নিতে আসা রোগী সাধারণ প্রতিনিয়ত ভোগান্তিসহ প্রতারণার শিকার হচ্ছেন। আর এ প্রতিষ্ঠানটি সুরক্ষায় দায়িত্ব পালন করে থাকেন পার্শ্ববর্তী সেলিনা নামের এক ইউপি মেম্বার। স্থানীয়রা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

এদিকে, প্রতিবেদক প্রতিষ্ঠানটির ম্যানেজারের কাছে ডিজি হেলথ, ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে দেখাতে পারেননি। তিনি বলেন, এটার মালিক ডা.সাদেক খানের কাছে রয়েছে বলে দাবী করেন। সেই সঙ্গে তিনি জরুরী কাজে বাইরে আছেন বলেও জানান।

এদিকে, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কোনো ডাক্তার, নার্সের দেখা মেলেনি। এক্সরে ও প্যাথলজি টেকনোলজিস্ট খোঁজ করলে আব্দুর রাজ্জাক নামের একজন নিজেকে প্যাথলজি টেকনোলজিস্ট বলে দাবী করেন। কিন্তু তিনি সার্টিফিকেট বা দক্ষতা বিষয়ক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে এক্সরে টেকনোলজিস্টের ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, তিনি আজকে অফিসে আসেননি।

মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. এম.আর খান সাদিক বলেন, আমাদের এটা তো এখন ডায়াগনস্টিক সেন্টার করেছি। প্রয়োজনীয় কাগজপত্র সবই রয়েছে শুধু সাইনবোর্ডটি নতুন করে টাঙানো হয়নি। এ ছাড়া অন্যান্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া বলেন, আমি একটা টিম তদন্তে পাঠাচ্ছি। কাগজপত্র না পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...