পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস লেনদেনে অংশ নেওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের।
আজ মঙ্গলবার ২ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ বা ৯.৯০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।
আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, বিডি থাই এ্যালুমিনিয়াম, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১, এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।