কর্পোরেট সংবাদ ডেস্ক : র্যাব-৩ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে ১৪ বছর কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ শিপন হাওলাদারকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা হতে র্যাব-৩ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে কদমতলী থানায় ২০১৬ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ শিপন হাওলাদারকে (৪১) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর কদমতলী থানায় ২০১৬ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ১১/০৫/২০২৩ তারিখে তার বিরুদ্ধে ১৪ বছর সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।