বিনোদন ডেস্ক : বাংলা সিনেমরা জনপ্রিয় ও আলোচিত মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে দুবাইয়ে স্বামীসহ ঘুরতে গেছেন। সেখানে বসেই তিনি নতুন বছর উদযাপন করেছেন। এখন দুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন। ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা ছবিগুলো শেয়ার করেছেন তিনি।
সনি পোদ্দারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইউ আর মাই হ্যাপি প্লেস।’ ছবিতে দেখা যাচ্ছে মিম তার স্বামীকে জড়িয়ে ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখাবয়বে দেখা যাচ্ছে সুখের ঝিলিক। মিমকে দেখে মনে হচ্ছে তিনি এখন বেশ সুখেই আছেন। ছবি দেখে ভক্তরাও বেশ আনন্দিত।
তবে অনেকেই আঙুল তুলেছেন সম্প্রতি পরীর সঙ্গে রাজের ঘটনায়। কারণ, কিছুদিন আগেই রাজ ও মিমের প্রেম নিয়ে বেশ জোরালো গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে মিম তার স্বামী, সংসার ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের (২৯ ডিসেম্বর) দুবাই যান তারা। তাদের ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমার শুটিং করার জন্য কলকাতায় যাবেন। সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা জিৎ।
আরও পড়ুন:
এবার পরীমনির প্রসঙ্গে মুখ খুললেন রাজ