আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঠান্ডায় আফগানিস্তানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডায় দেশটিতে এখন পর্যন্ত ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৯ জানুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আফগানিস্তানে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঠান্ডায় গত সপ্তাহে মৃতের সংখ্যা ৮৮ থাকলেও এখন ১৬৬। বহু গবাদিপশুও ঠান্ডায় জমে মারা গেছে। ভয়াবহ তুষারপাতের পাশাপাশি বহু এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দেশের ৩৪টি প্রদেশের ২৪টিতে মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আব্দুল রহমান জাহিদ এক ভিডিও বার্তায় বলেছেন, বন্যা, বাড়ি গরম করার জন্য গ্যাস হিটার ব্যবহার, আগুন লাগা ও গ্যাস লিকেজের কারণে এসব মানুষের মৃত্যু হয়েছে।
একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে মারা গেছে প্রায় ৭০ হাজার গবাদিপশু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ সপ্তাহে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের একটি গ্রামেই শ্বাসকষ্টে ১৭ জন মারা গেছে। সংস্থাটি আরও জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রাণ সহায়তার কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে দেশটির অর্থনীতিতেও প্রভাব পড়েছে। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ ক্ষুধার্ত এবং ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। ঘর গরম করার জ্বালানিও তারা জোগাড় করতে পারছে না।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে আফগানিস্তানে অন্তত ৬টি বড় বিদেশি সহায়তা সংস্থা তাদের কার্যক্রম স্থগিত করেছে। ফলে দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।