October 9, 2024 - 8:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচুয়াডাঙ্গায় আরও ১০ টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চুয়াডাঙ্গায় আরও ১০ টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন সকাল ১০ টায় ৫ম পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সারাদেশে মোট ৫১ টি জেলায় ১৮৮ টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় এ কার্যক্রমের অংশ হিসেবে ৫ম পর্যায়ের নির্মিত ১০ জন উপকারভোগীর নিকট জমি ও গৃহের কবুলিয়ত, নামজারির কপি তুলে দেয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গ্রহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে রবিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

এ সময় তিনি বলেন, মোট ১০ জন উপকারভোগীর মধ্যে ৬টি গৃহ তিতুদহ ইউনিয়নে এবং ৪টি আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামে অবস্থিত।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে আগামী ১১ জুন চুয়াডাঙ্গা সদর জেলার আলুকদিয়া ও তিতুদহ ইউনিয়নের ১০টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হবে। আমাদের দুস্থ, আসহায় ও দরিদ্র মানুষের অসহায়ত্ব দূর করতে হবে। প্রতিটি মানুষের উন্নয়ন ঘটাতে হবে এবং কেউ যেন পিছিয়ে না থাকে। ঘর থাকলে ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল, সদর উপজেলা বিআরডিবি অফিসার আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবরসহ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ