December 16, 2025 - 9:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরায়গঞ্জে ইটভাটার গ্যাসে কৃষকের ধানের সর্বনাশ

রায়গঞ্জে ইটভাটার গ্যাসে কৃষকের ধানের সর্বনাশ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মোড়দিয়া গ্রামের প্রায় ১৫/২০ বিঘা জমির আধা পাকা ধান ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পোড়ে নষ্ট হয়ে যাওয়ায় অভিযোগ করেছে এলাকার কৃষকরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপূরণ দাবি করে উপজেলা কৃষি অফিস বরাবর অভিযোগ দাখিল করলেও, সুফল পাচ্ছে না তারা।

আজ শুক্রবার বিকেলে সরেজমিনে উপজেলার মোড়দিয়া গ্রামে গিয়ে দেখা যায়, সুপার ব্রিকস এর উত্তর পাশের জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। অথচ ইটভাটার দুইশত গজ উত্তর পাশের জমির ধানের কোন ক্ষতি হয়নি।

ফসলি জমির মাঠে গেলে দুর থেকে মনে হবে ধানগুলো পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। অথচ জমির কাছে গেলে দেখা যাবে পাতাসহ ধানগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে।
কৃষক ও এলাকার সাধারণ জনগনের অভিযোগ বলেন, গত ২৯ মে বুধবার সন্ধ্যায় সুপার ব্রিকস এর ইট পোড়ানোর কাজে সংশ্লিষ্ট ব্যাক্তিরা ইট ভাটার ইট পোড়ানো চেম্বারে জমে থাকা বিষাক্ত গ্যাস চেম্বার থেকে ছেড়ে দেন। গ্যাস ছাড়ার সাথে সাথে এলাকার বাতাস উত্তপ্ত হয়ে যায়।

ইট ভাটার বিষাক্ত বাতাস যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই দিকের ফসলি জমির আধাপাকা ধান পুড়ে গেছে। সাথে সাথে আশেপাশের বিভিন্ন গাছের সবুজ পাতা ঝড়ে গেছে। কৃষকদের অভিযোগ সুপার ব্রিকস নামক ইটভাটা থেকে ছেড়ে দেয়া ধোঁয়া ও নির্গত গ্যাসেই ধান পুড়ে নষ্ট হয়েছে।

অভিযোগকারী অজিত ও জীবন সহ স্থানীয় কৃষকরা জানান তাদের প্রায় ১৫/২০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।

কৃষক জীবন বলেন, ধার দেনা করে তিন বিঘা জমিতে ধান আবাদ করছিলাম, ইট ভাটার গ্যাসে সব ধান পুড়ে শেষ হয়ে গেছে। কৃষক অজিত আড়াই বিঘা বর্গাসহ সাড়ে তিন বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। তারা জানান,বর্তমানে ক্ষেতের ধান কাটার উপযোগী হত কিন্ত ইট ভাটার গ্যাসে সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
কৃষক উৎপল কুমার বলেন, ধানতো পুড়েছেই, সাথে অন্যান্য গাছের কাঁচা পাতাও ঝরে পড়েছে। এভাবে মোড়দিয়া গ্রামের কৃষকের সোনালী ধান গোলায় তোলার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে ইট ভাট থেকে নির্গত বিসাক্ত গ্যাসে।

সুপার ব্রিকস এর মালিক পক্ষের লোকজনের সাথে কথা বললে তারা ইটভাটার ধোয়া ও নির্গত বিষাক্ত গ্যাসের কারনে জমির ধান পুড়ে যাওয়া ও নষ্ট হওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে অস্বীকার করেন। তবে তদন্তে বিষয়টি প্রমানিত হলে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরন প্রদানের আশ্বাস প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ইটের ভাটার গ্যাসে ধান পুড়ে যাওয়ার বিষয়ে গ্রামবাসীর দেয়া একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখেছি। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ইটভাট্রা নির্গত ধোয়া ও গ্যাসের কারনেই ক্ষেতের ধান নষ্ট হয়েছে।’

উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার বলেন, ‘বিভিন্ন দুর্যোগের কারণে এমনিতেই তারা অসহায়। তারপর কৃষকের শেষ সম্বল ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা আরো ক্ষতির মধ্যে পড়ল। আমি আশা করি ইটভাটার মালিকরা বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ ব্যবস্থা করবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান , ‘অভিযোগ পেয়ে এ বিষয়টি উপজেলা কৃষি অফিসারকে তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে। যদি ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ধানের ক্ষতির বিষয়টি প্রমানিত হয় তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে ইটভাটার মালিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...