গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কোনাবাড়ীতে ইয়াসমিন খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
নিহত ইয়াসমিন খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আজিজুল হকের মেয়ে।
তিনি স্বামী ও এক সন্তান নিয়ে কোনাবাড়ি রিফুজি পাড়া হাসান মিয়ার বাড়ি ভাড়া থাকতেন।
কোনাবাড়ি থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে ভাড়া বাড়ির একটি রুমের ভিতরে ইয়াসিন খাতুনকে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে মারদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।