স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১৬ রান। তবে এ সিরিজেই অভিষেক হওয়া ডানহাতি পেসার শামার জোসেফের বোলিং তাণ্ডবে সেটা করতে পারেনি অজিরা। ৮ রানের নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো উইন্ডিজরা। এই ম্যাচে দুই ইনিংসে আট উইকেট নিয়ে জয়ের নায়ক শামার জোসেফ।
সেই সঙ্গে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের খরা কাটিয়েছে ক্যারিবিয়ানরা। ১৯৯৭ সালে অজিদের ঘরে শেষ টেস্ট জিতেছিল উইন্ডিজরা। দিবা-রাত্রির ম্যাচে এটিই প্যাট কামিন্সদের প্রথম হার।
প্রথম ইনিংসে এক উইকেট পাওয়া শামার দ্বিতীয় ইনিংসে বাজিমাত করেছেন। ১১.৫ ওভার বল করে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন শামার। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি ১৩ উইকেট ও ৫৭ রান নিয়ে সিরিজসেরা হয়েছেন ২৪ বর্ষী এ পেসার।
চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে নেমে ২৫৮ মিনিট ক্রিজে ছিলেন স্টিভেন স্মিথ, খেলেছিলেন ১৪৬ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস। তার দৃঢ়তায় জয়ের দ্বারপ্রান্তে গিয়েও অন্যদের যাওয়া আসার মিছিলে ম্যাচ জেতা হয়নি অজিদের। ২০৭ রানে থামে অস্ট্রেলিয়া। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে ক্যামেরুন গ্রিনের থেকে, এছাড়া স্টার্ক করেন ২১ রান।
প্রথমে ব্যাট করে ৩১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ব্যাট হাতে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসেও ধস নামে, অলআউট হয় মাত্র ১৯৩ রানে। চতুর্থ ইনিংসে ২১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মিথের অপরাজিত ইনিংসের পরও হার এড়াতে পারেননি স্বাগতিকরা।
এর আগে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুর দিকে অজি বোলারদের তোপের মুখে পড়লেও কেভাম হজ এবং জসুয়া ডি সিলভার ষষ্ঠ উইকেটে ১৪৯ রানের দারুণ জুটিতে ঘুরে দাড়ায় সফরকারীরা। পরে কেভিন সিনক্লেয়ারের ফিফটি ও আলঝারি জোসেফের ঝড়ো ৩২ রানে ৩১১ রানের সংগ্রহ পায়। অজি পেসারদের মধ্যে মিচেল স্টার্ক নেন ৪ উইকেট, ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।
জবাবে নেমে বাঁহাতি ওপেনার উসমান খাজার ৭৫, অ্যালেক্স ক্যারির ৬৫ ও অধিনায়ক প্যাট কামিন্সের ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার আলঝারি জোসেফ নেন ৪টি এবং কেমার রোচ নেন ৩ উইকেট।
২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ক্রিক ম্যাকেঞ্জি। এছাড়া অ্যালিক আথানজে ৩৫, জাস্টিন গ্রিভস ৩৩ ও কেভাম হজ ২৯ রান করেন। হ্যাজেলউড ও লায়ন ৩টি করে উইকেট নেন।