January 11, 2025 - 8:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাপ্যারিস অলিম্পিকে খেলতে চান মেসি-ডি মারিয়া

প্যারিস অলিম্পিকে খেলতে চান মেসি-ডি মারিয়া

spot_img

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন জাতীয় দলের এই মুহূর্তের অন্যতম দুই অভিজ্ঞ তারকা লিওনেল মেসি ও এ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছা পোষন করেছেন। আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এই দুজনই আর্জেন্টাইন দলে খেলে স্বর্ণপদক জয় করেছিলেন। সিনিয়র দলের হয়ে সেটাই তাদের প্রথম বড় কোন অর্জন ছিল। যে কারনে অলিম্পিক তাদের ক্যারিয়ারে একটি বিশেষ জায়গা দখল করে আছে।

প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্ট ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের কোপা আমেরিকার আসর শেষ হবে ১৪ জুলাই। যে কারনে প্যারিসের জন্য দলগুলো প্রস্তুতির সময় একেবারে নেই বললেই চলে। বিশেষ করে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছায় তবে তো কথাই নেই। অলিম্পিকে খেলতে যাবার আগে পর্যাপ্ত প্রস্তুতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মেসি কিংবা ডি মারিয়ার জন্য বিষয়টা মোটেই সহজ নয়।

যদিও অভিজ্ঞ এই দুই খেলোয়াড়ই দেশকে প্রতিনিধিত্ব করতে সবসময় প্রস্তুত থাকেন। অলিম্পিকে সাধারনত একটি দেশের অনুর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা খেলে থাকে। তবে তাদের সাথে তিনজন করে সিনিয়র খেলোয়াড় খেলার সুযোগ পান। আর্জেন্টাইন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যেই বাছাইপর্বের বাঁধা পেরিয়ে যাবার ব্যপারে আশাবাদী এবং মূল গেমসের জন্য যাবতীয় পরিকল্পনাও তারা করে ফেলেছে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব গতকাল থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। ১০ দলের এই বাছাইপর্ব থেকে দুটি দল প্যারিসে খেলার সুযোগ পাবে। অভিজ্ঞ জেভিয়ার মাচেরানোর অধীনে আর্জেন্টিনা অনুর্ধ্ব-২৩ দল তাদের বাছাইপর্ব শুরু করেছে।

২০০৮ সালে মেসি ও ডি মারিয়া একসাথে প্রথম বড় কোন সাফল্য পেয়েছিলেন। এরপর একে একে জয় করেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২২ ফিনালিসিমা। দুজন মিলে আবারো সেই শুরুতে ফিরে যেতে চাচ্ছেন। ফাইনালে নাইজেরিয়াকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিল। দলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া।

মেসির আন্তর্জাতিক সাফল্য কখনোই ডি মারিয়াকে ছাড়া অর্জিত হয়নি। ২০০৫ সালে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ দিয়ে এই জুটির যাত্রা শুরু হয়। ফাইনালে মেসির জোড়া গোলে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনার যুব দল। এরপর ডি মারিয়া ২০০৮, ২০২১ ও ২০২২ সালে বৈশ্বিক মঞ্চে নিজেকে প্রমান করেছেন।

কিন্তু ২০২৪ কোপা আমেরিকার পর ডি মারিয়া অবসরের ঘোষনা দিয়ে রেখেছেন। কিন্তু সাম্প্রতিক কিছু রিপোর্টের ভিত্তিতে ইঙ্গিত পাওয়া গেছে এই সিদ্ধান্ত তিনি হয়তোবা অলিম্পিক পর্যন্ত স্থগিত করতে পারেন। যদিও কোন কিছুই এখনো তিনি জনসমুক্ষে প্রকাশ করেননি। যে কারনে ডি মারিয়ার ভবিষ্যত নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা।

খেলোয়াড় হিসেবে মেসি, ডি মারিয়ার সঙ্গে মাচেরানোও বেইজিং অলিম্পিকের দলে ছিলেন। গত বছর তিনিই প্রথম মেসিকে প্যারিস অলিম্পিকে খেলানোর বিষয়টি সামনে আনেন। ৩৭ বছর বয়সী মেসিকে প্যারিস অলিম্পিকে খেলোয়াড় হিসেবে দেখার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন আইওসির প্রধান টমাস বাখও।

অক্টোবরের শেষ দিকে টমাস বাখ বলেন, ‘আমি কোচের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চাই না। তবে মেসি নতুন ইতিহাস লিখলে সেটা চমৎকার ব্যাপারই হবে। প্যারিসে তার উপস্থিতি অলিম্পিক গেমসের জন্য, ফুটবলের জন্য দারুন কিছুই হবে। প্যারিসে তাকে পাওয়ার আশা আমরা করতেই পারি।’

আরও পড়ুুন:

আজীবন সম্মাননা পেলেন কোচ স্কালোনি

সানিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব মালিক

টানা সপ্তমবারের মত এশিয়ার সেরা ফুটবলার সন হেয়াং

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত: পুলিশ প্রতিবেদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক...

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব...

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির...

সিংগাইরে মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট, কার্যক্রমে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। এতে দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে...

তাড়াশে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়া‌শের কৃষকরা ক্ষিরা উৎপাদ‌নে জন্য গা‌ছের প‌রিচর্যায় ব্যস্ত সময় পার কর‌ছেন। তাড়া‌শের মা‌টি ও আবহাওয়া ক্ষিরা চা‌ষের উপ‌যোগী, তাই ব্যাপক...

গফরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে আহতটাইলসমিস্ত্রি যুবক এসএম শাহাদাত হোসেন জয় (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর)...

কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর...

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের...