January 27, 2025 - 11:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাশ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

spot_img

স্পোর্টস ডেস্ক : ব্যাটে বিরাট কোহলি ও শুভমন গিলের পর বল হাতে মহম্মদ সিরাজের আগুনে পারফরম্যান্স। শ্রীলঙ্কাকে মাত্র ২২ ওভারে ৭৩ রানে অল আউট করল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতে একদিনের সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল রোহিত শর্মার দল। তবে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও দাপট দেখাল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ফলে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর ৫০ ওভারের ফরম্যাটেও চুনকাম করল ভারতীয় দল। হারাল ৩১৭ রানে।

কতালীয়ভাবে এটাই একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে কোনও দল সর্বাধিক ৩১৭ রানের ব্যবধানে জিততে পারেনি।

৩৯১ রান তাড়া করে যে শ্রীলঙ্কা এই ম্যাচ জিততে পারবে না, সেটা আগে থেকেই জানা ছিল। চেজ কর‍তে নেমে এশিয়ান চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের ফুটোফাটা আবার প্রকট হয়ে উঠল। বিপক্ষের টপ অর্ডার থেকে মিডল মহম্মদ সিরাজের আগুনে পেসের কাছে ঝলসে যায়। তরুণ সিরাজের পেস ও সুইংয়ের কোনও জবাব শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে ছিল না। ফলে মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেখান থেকে ম্যাচে ফেরা সম্ভব নয়। আর তাই ৭৩ রানে অল আউট হয়ে গেল দ্বীপপুঞ্জের দেশ। সিরাজ ৩২ রানে ৪ উইকেট নিলেন। শামি নিলেন ২০ রানে ২ উইকেট। কুলদীপও ১৬ রানে ২ উইকেট নিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার এই সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। প্রথম ম্যাচে ৮৭ বলে ১১৩ রান করার পর হাঁকানোর পর রবিবারও দুরন্ত মেজাজে শতরান করলেন। একইসঙ্গে ৫০ ওভারের ফরম্যাটে ৪৬তম শতরান করে দুই নজিরের মালিক হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন ‘কিং কোহলি’। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই তালিকায় জায়গা করে নিলেন তিনি। সেই সঙ্গে শচীন টেন্ডুলোরের নজির ভাঙলেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড এখন বিরাটের দখলে। এদিন বিরাট ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস ১৩টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এর আগে ৮৯ বলে শতরান করেন শুভমন গিল। শেষ পর্যন্ত থামলেন ১১৬ রানে। ৯৭ রানে গড়া এই ইনিংস ১৪টি চার ও ২টি ছক্কা মারেন পঞ্জাব তনয়। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।

আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে শতরান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। রবিবারের ম্যাচে নতুন নজির গড়লেন। ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলেই চার মারলেন তিনি। চামিকা করুণারত্নের ওই বলেই নতুন কীর্তি গড়লেন বিরাট। মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভাঙলেন তিনি। ১২৬৫৩ রান করে একদিনের ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন।

এর আগে পরপর দুই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন বিরাট। দিন কয়েক আগেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ বছরের খরা কাটিয়ে একদিনের ক্রিকেটে শতরান পেয়েছিলেন কোহলি। এরপর গত ১০ জানুয়ারি প্রথম ম্যাচেই ফের শতরান করেছিলেন। সেটি ছিল বিরাটের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭৩তম শতরান। সেই শতরানের সুবাদে শচীনের সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। ওয়ানডেতে ঘরের মাঠে সেটি ছিল বিরাটের কুড়িতম শতরান। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরির সংখ্যাও কুড়িই।

আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা

ভবিষ্যতের মেসি পেয়ে গিয়েছে বার্সেলোনা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে তাদের মধ্যে ৭ হাজার...

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি,...

যারা ক্ষমতামুখি হয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ...

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক...

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি)...

স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ৬টি মাইক্রোওয়েভ ওভেন

কর্পোরেট ডেস্ক: বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক...

টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জয় সিনারের

স্পোর্টস ডেস্ক : আলেক্সান্দার জেভরেভকে হতাশ করে টানা দ্বিতীয় বারের মোত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। ২৩ বছর এই ইতালিয়ান রড লেভার এরেনায়...