April 17, 2025 - 8:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাশ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

spot_img

স্পোর্টস ডেস্ক : ব্যাটে বিরাট কোহলি ও শুভমন গিলের পর বল হাতে মহম্মদ সিরাজের আগুনে পারফরম্যান্স। শ্রীলঙ্কাকে মাত্র ২২ ওভারে ৭৩ রানে অল আউট করল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতে একদিনের সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল রোহিত শর্মার দল। তবে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও দাপট দেখাল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ফলে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর ৫০ ওভারের ফরম্যাটেও চুনকাম করল ভারতীয় দল। হারাল ৩১৭ রানে।

কতালীয়ভাবে এটাই একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে কোনও দল সর্বাধিক ৩১৭ রানের ব্যবধানে জিততে পারেনি।

৩৯১ রান তাড়া করে যে শ্রীলঙ্কা এই ম্যাচ জিততে পারবে না, সেটা আগে থেকেই জানা ছিল। চেজ কর‍তে নেমে এশিয়ান চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের ফুটোফাটা আবার প্রকট হয়ে উঠল। বিপক্ষের টপ অর্ডার থেকে মিডল মহম্মদ সিরাজের আগুনে পেসের কাছে ঝলসে যায়। তরুণ সিরাজের পেস ও সুইংয়ের কোনও জবাব শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে ছিল না। ফলে মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেখান থেকে ম্যাচে ফেরা সম্ভব নয়। আর তাই ৭৩ রানে অল আউট হয়ে গেল দ্বীপপুঞ্জের দেশ। সিরাজ ৩২ রানে ৪ উইকেট নিলেন। শামি নিলেন ২০ রানে ২ উইকেট। কুলদীপও ১৬ রানে ২ উইকেট নিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার এই সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। প্রথম ম্যাচে ৮৭ বলে ১১৩ রান করার পর হাঁকানোর পর রবিবারও দুরন্ত মেজাজে শতরান করলেন। একইসঙ্গে ৫০ ওভারের ফরম্যাটে ৪৬তম শতরান করে দুই নজিরের মালিক হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন ‘কিং কোহলি’। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই তালিকায় জায়গা করে নিলেন তিনি। সেই সঙ্গে শচীন টেন্ডুলোরের নজির ভাঙলেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড এখন বিরাটের দখলে। এদিন বিরাট ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস ১৩টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এর আগে ৮৯ বলে শতরান করেন শুভমন গিল। শেষ পর্যন্ত থামলেন ১১৬ রানে। ৯৭ রানে গড়া এই ইনিংস ১৪টি চার ও ২টি ছক্কা মারেন পঞ্জাব তনয়। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।

আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে শতরান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। রবিবারের ম্যাচে নতুন নজির গড়লেন। ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলেই চার মারলেন তিনি। চামিকা করুণারত্নের ওই বলেই নতুন কীর্তি গড়লেন বিরাট। মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভাঙলেন তিনি। ১২৬৫৩ রান করে একদিনের ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন।

এর আগে পরপর দুই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন বিরাট। দিন কয়েক আগেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ বছরের খরা কাটিয়ে একদিনের ক্রিকেটে শতরান পেয়েছিলেন কোহলি। এরপর গত ১০ জানুয়ারি প্রথম ম্যাচেই ফের শতরান করেছিলেন। সেটি ছিল বিরাটের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭৩তম শতরান। সেই শতরানের সুবাদে শচীনের সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। ওয়ানডেতে ঘরের মাঠে সেটি ছিল বিরাটের কুড়িতম শতরান। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরির সংখ্যাও কুড়িই।

আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা

ভবিষ্যতের মেসি পেয়ে গিয়েছে বার্সেলোনা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে।...

বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি সফরে কর্মকর্তারা তাদের স্বামী/স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী...

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায়...

আউটসোর্সিংয়ে কাজ পাবেন ১৮-৬০ বছর বয়সীরা, সর্বোচ্চ বেতন ৪২ হাজার

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদানে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে এবং সেবা খাতে ব্যয় সাশ্রয় করতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’...

বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস পিএলসি পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম

কর্পোরেট ডেস্ক: শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোঃ রফিকুল ইসলাম গত ১৩ এপ্রিল যোগদান করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান...

ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক-কর্মীরা

কর্পোরেট ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি এবং স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরাজী হাসপাতাল লিমিটেড-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।...

প্রযুক্তি কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাউথইস্ট ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ১২ এপ্রিল শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ১০ম SyZure প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।...