পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর( ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭টি কোম্পানির ২২ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৮১৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬০ কোটি ৬১ লক্ষ ৬৪ হাজার ১৮৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৬১ পয়েন্ট বেড়ে ৬২৪৬.৫০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক৬.৪৮ পয়েন্ট কমে ২০৯৩.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৭৫ পয়েন্ট কমে ১৩৬৪.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল রিসোর্ট,বিডি থাই, রূপালি লাইফ ইন্সুঃ, অরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সোসরিজ, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, এমারেল্ড অয়েল, সেন্ট্রাল ফার্মা ও আইসিবিএ এমসিএলজি এমএসএফ গোল্ডেন জুবলি মি. ফা.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল রিসোর্ট, এমারেল্ড অয়েল, আইসিবিএম্পøয়ী প্রভিডেন্ড ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএএম সিএলমি. ফা., ক্রিস্টাল ইন্সুঃ, আইএফআইএল ইসলামিমি. ফা-১, আইসিবিএ এমসিএল সোনালি ব্যাংক ফার্স্টমি. ফা., ইস্টার্ণ ইন্সুঃ, প্যারামাউন্ট ইন্সুঃ ও রিলায়েন্স ইন্সুঃ মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-স্ট্যান্ডার্ড সিরামিকস, শ্যামপুর সুগার, অলিম্পিক এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং, এশিয়ান টাইগার, ক্যাটিটেক গ্রামীণ ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, প্যাসেফিক ডেনিমস, অরিয়ন ইনফিউশন ও সিএপিএম আইবিবিএল মি. ফা.।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৮০৮৪৯৬৩১০৬৭৩.০০