পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৬টি কোম্পানির ১৬ কোটি ৭৯ লক্ষ ৫ হাজার ৩৯৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৭ লক্ষ ৩৮ হাজার ২৫২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.৩৬ পয়েন্ট কমে ৬২৪৩.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.২৯ পয়েন্ট কমে ২০৮৭.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ০.১৬ পয়েন্ট বেড়ে ১৩৬৫.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-অলিম্পিক এক্সেসোরিজ, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, প্যাসিফিক ডেনিমস, সিটি জেঃ ইন্স্যুরেন্স ও ইভিন্স টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: গোল্ডেন জুবিলী মিঃ ফাঃ, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি থাই, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিঃ ফাঃ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিঃ ফাঃ, জেমিনী সী ফুড, এসইএমএল আইবিএল শরিয়াহ ফান্ড, রিলায়েন্স ওয়ান মিঃ. ফাঃ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-এমারেল্ড অয়েল, সী পার্ল বীচ, শ্যামপুর সুগার, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, এম্বী ফার্মা, এশিয়ান টাইগার, লিব্রাইন ফিউশন ও জিল বাংলা সুগার মিল।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৮০৬৫৮২৭৬৫১৫৫.০০।