পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৮টি কোম্পানির ১৪ কোটি ৭১ লক্ষ ১৪ হাজার ২৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬০ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৭৯১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.২৬ পয়েন্ট বেড়ে ৬২৪৫.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.২৯ পয়েন্ট কমে ২০৮৭.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৯৯ পয়েন্ট বেড়ে ১৩৬৫.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-অরিয়ন ইনফিউশন, বিডি থাই, সী পার্লরিসোর্ট, অলিম্পিক এক্সোসরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্টমি. ফা., খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্র্যাকোরি ফুয়েলিং, কোহিনুর কেমিক্যাল ও মেঘনা লাইফ ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-বিডি থাই, খুলনা প্রিন্টিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা.,ফু-ওয়াং সিরামিকস, আইসিবিএ এমসিএলজিএমএসএফ গোল্ডেন জুবলিমি. ফা., সেন্ট্রাল ফার্মা, প্যাসেফিক ডেনিমস, ইভেন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার ও আফতাব অটো মোবাইলস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্ল রিসোর্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, সোনালী আঁশ, বীচ্হ্যাচারী, ইমাম বাটন, কে অ্যান্ড কিউ, এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্সুঃ, মুন্নু অ্যাগ্রো ও মনোস্পুল পেপার।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩৩৫৮৬৮৪৮৫৬৬.০০।