পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪২টি কোম্পানির ১৪ কোটি ১২ লক্ষ ৮৯ হাজার ২৫২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১২ কোটি ৫ লক্ষ ২০ হাজার ৩০৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৩০ পয়েন্ট কমে ৬২৩৮.৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৬৫ পয়েন্ট কমে ২০৮৮.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৭০ পয়েন্ট কমে ১৩৬৩.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্ল বীচ, বিডি থাই, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক এক্সেসোরিজ, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্র্যাকোরিফুয়ে লিং, খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও এমারেল্ড ওয়েল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, বিডি থাই, গোল্ডেন জুবিলী মিঃফাঃ, ইন্ট্র্যাকোরিফুয়ে লিং, এনসিসি বিএল মিঃ ফাঃ-১, ওরিয়ন ইনফিউশন, ওআইমেক্স ইলেক্ট্রোড, আইএসএন, রূপালী ব্যাংক ও এডিএন টেলিকম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্ল বীচ, আনলিমা ইয়ার্ন, প্যাসিফিক ডেনিমস, ওয়েস্টার্ন মেরিনশিপ ইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, অলিম্পিক এক্সেসোরিজ, সেন্ট্রাল ফার্মা, রিলায়েন্স ওয়ানমিঃফাঃ, আজিজ পাইপস ও ইয়াকিন পলিমার।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩১৮২৩৫১৯৬৩৫.০০।