পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজের সাথে ওমেরা রেনেবল এনার্জি লিমিটেড একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওমেরা রিনেবল এনার্জির সহযোগীতায় কোম্পানি প্রাঙ্গনে কোম্পানির রুফটপ সোলার ফটোভোলটাইক সিস্টেমের দ্বারা উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য বিলিং সিস্টেম কাজ করবে।
কোম্পিানিটি আরও জানায়, রুফটপ সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করে, কোম্পানি শুধুমাত্র তাদের বিদ্যুতের উৎসকে বৈচিত্রময় করবে না বরং একটি পরিস্কার সবুজ পরিবেশে অবদান রাখবে।
এটি পরিবেশবান্ধব এবং তাদের কার্বন পদচিহ্ন হ্রাস করা কোম্পানির বৃহত্তর লক্ষ্যের সাথে সারিবদ্ধ।