December 9, 2025 - 2:12 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকগাজায় সহায়তা পাঠাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

গাজায় সহায়তা পাঠাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় উপত্যকায় আরও সাহায্য পাঠানোর আহ্বানের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে, এতে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে তাৎক্ষণিক বিরতি টানার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ভোটদানে বিরত ছিল। ফলে প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভোটো ক্ষমতার প্রয়োগ এড়াতে গত কয়েকদিনের দর-কষাকষি করা হয়। এরপর এই ভোটাভুটি হলো।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় সাহায্য সামগ্রী বিতরণে ‘মূল সমস্যা’ হলো ইসরায়েলের অব্যাহত আক্রমণ। তা ছাড়া যুদ্ধ চলতে থাকলে গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়ে কমপক্ষে এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৪০ জনেরও বেশি লোককে অপহরণ করে নিয়ে আসে। এরপর হামাসকে নির্মূল করতে পুরো ফিলিস্তিনজুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজা উপত্যকাতেই কমপক্ষে ২০ হাজার লোক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, ভোটাভুটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য রাশিয়া আগের খসড়া প্রস্তাবের বিষয়ে একটি সংশোধনী উত্থাপন করে। এতে গাজায় অতিদ্রুত যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়। সংশোধনীতে যুক্তি উপস্থাপন করা হয়, প্রস্তাবটিতে ইসরায়েলকে গাজা উপত্যকা খালি করতে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। তবে রাশিয়ার সংশোধনী প্রস্তাব ভোটে হেরে যায়।

অন্যদিকে, ‘শত্রুতার একটি টেকসই সমাপ্তি টানতে’ পরিস্থিতি সৃষ্টির জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পক্ষে ১৩টি সদস্য দেশ ভোট দেয়। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। পাস হওয়া প্রস্তাবে গাজা উপত্যকাজুড়ে করিডোর সৃষ্টির লক্ষ্যে মানবিক যুদ্ধবিরতির ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাবে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক লোকজনের কাছে অতিদ্রুত, নিরাপদে ও বাধাহীনভাকে মানবিক সহায়তা সামগ্রী সরাসরি পৌঁছাতে সংশিষ্ট পক্ষগুলোকে অনুমোদন দিতে এবং তা কার্যকর করতে আহ্বান জানানো হয়।

প্রস্তাবে সাহায্য সামগ্রী বিতরণের গতি বাড়াতে জাতিসংঘের তৎপরতায় একজন সমন্বয়ক নিয়োগের কথাও বলা হয়।

ওয়াশিংটন প্রথমদিকে আশঙ্কা প্রকাশ করেছিল, এই প্রস্তাব ইসরায়েলের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত এলাকার নিয়ন্ত্রণ কেড়ে নেবে। তবে এতে একটি বিষয় পরিষ্কার করা হয়েছে, সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

হামাস এক প্রতিক্রিয়ায় বলেছে, এই প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে ‘অপর্যাপ্ত পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তাবটিকে মূল বিষয়শূন্য করে দেওয়ার অভিযোগ এনেছে হামাস।

অন্যদিকে, ইসরায়েলে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ডেনিয়েল হাগারি প্রস্তাবে শর্তহীনভাবে ইসরায়েলি সব পণবন্দিকে মুক্তির বিষয়ে আলোকপাত করে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংগঠনকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খবর বিবিসির।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...