নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিতে কাজ করে প্রতিষ্ঠানটি।
২০২১ সালের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। গত ২০ ডিসেম্বর এনামুল কাদের খান এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন। পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়।
এনামুল কাদের খান চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি চাকরিপ্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন।