দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১০ শতাংশ।
আজ রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
টপটেন গেইনার বা দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৯৫ শতাংশ।
টপটেন গেইনার বা দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৩৪ শতাংশ।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স ৯.২৫ শতাংশ, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ ৮.৮৮ শতাংশ, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) ৮.৭২ শতাংশ, প্যাসিফিক ডেনিমস্ ৮.৬৪ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৭.২৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ৭.০১ শতাংশ ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬.৭৭ শতাংশ দর বেড়েছে।