October 11, 2024 - 10:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকজাতিসংঘে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক: জাতিসংঘে সাধারণ পরিষদে গাজা উপত্যকায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ১৫৩-১০ ভোটে প্রস্তাবটি পাস হয। ২৩টি দেশ ভোট দানে বিরত থাকে। যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে যে ১০টি দেশ ভোট দিয়েছে, তাদের অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবেও ভেটো দিয়েছিল। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জাতিসংঘে সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন বাধ্যবাধকতাপূর্ণ না হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধ সম্পর্কে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই প্রস্তাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস দীর্ঘ দিন ধরেই গাজায় মানবিক যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা বাস্তবায়িত হতে পারছে না।

সাধারণ পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটিতে অবিলম্বে সকল পণবন্দীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি এবং যুদ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার, বিশেষ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের কিছু অংশে পরিবর্তন আনতে চেয়েছিল। এর মধ্যে ছিল ‘হামাসের জঘন্য সন্ত্রাসী হামলা… এবং লোকজনকে পণবন্দী’ করার নিন্দা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল। আর অস্ট্রিয়া হামাসের হাতে থাকা পণবন্দী শব্দগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল। কিন্তু সমর্থনের অভাবে উভয় সংশোধনীই বাতিল হয়ে যায়।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম হামাসের নাম অন্তর্ভুক্ত করার উভয় প্রস্তাবের বিপক্ষে যুক্তি দিয়ে বলেন যে কাউকে দোষ দিতে হলে উভয় দেশ, বিশেষ করে ইসরাইলের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি সাধারণ পরিষদে বলেন, ‘যখন আপনি জনসাধারণের স্বাধীনতা ও মর্যাদা অস্বীকার করবেন, যখন আপনি উন্মুক্ত কারাগারে তাদের অপমানিত করবেন, ফাঁদে ফেলবেন, যখন আপনি তাদেরকে পশুর মতো হত্যা করবেন, তখন তারা খুবই ক্রুদ্ধ হবে, তারা তাদের প্রতি যেসব আচরণ করা হচ্ছে, তাই করবে।’
সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হওয়র প্রশংসা করেছেন ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর।

তিনি বলেন, ‘বিশ্ব একটি শক্তিশালী, মহান এবং বিশাল অবস্থান প্রকাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে।’ তিনি বলেন, অক্টোবরে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির আহ্বানে ১২০ ভোট পাওয়া গিয়েছিল। এবার তার চেয়ে ৩০ ভোট বেশি পাওয়া গেছে।

এদিকে, ভোট দানে বিরত থেকেছে ২৩টি দেশ। ইসরাইল যদিও এই প্রস্তাব মানবে না, কিন্তু বিশ্বব্যাপী ইসরাইলি হামলার বিরুদ্ধে জনমতের প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ ধরনের যেকোনো প্রস্তাবে যে বিরুদ্ধে ভোট দেবে, তা ছিল স্বাভাবিক। অপর যে আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দুটি ক্ষুদ্র দেশ মাইক্রোনেশিয়া এবং নাউরো। এই দুই দেশের সম্মিলিত জনসংখ্যা এক লাখ ৩০ হাজার। যে ১০ দেশ বিপক্ষে ভোট দিয়েছে: অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, গুয়েতেমালা, ইসরাইল, লাইবেরিয়া, মাইক্রোনেসিয়া, নাউরো, পাপুয়া নিউ গিনি,প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। চীন ও রাশিয়াও পক্ষে ভোট দিয়েছে। আর যুক্তরাজ্য ভোটদানে বিরত থেকেছে। অর্থাৎ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভেটো শক্তির অধিকারী পাঁচ দেশের মধ্যে তিনটিই যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করেছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ভোট দানে বিরত ছিল যুক্তরাজ্য।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সমর্থন লাভকারী ইউক্রেনও ভোটদানে বিরত ছিল। ইসরাইলের কট্টর সমর্থক জার্মানিও বিরত ছিল। আর জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া এর বিরুদ্ধে অবস্থান নেয়।

ইউক্রেনের সীমান্তে অবস্থিত এবং মার্কিন মিত্র ও ন্যাটোর সদস্য পোল্যান্ড প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফিনল্যান্ড, সুইডেনও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অংশীদার ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। চীন ও রাশিয়াও পক্ষে ভোট দিয়েছে। আর যুক্তরাজ্য ভোটদানে বিরত থেকেছে। অর্থাৎ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভেটো শক্তির অধিকারী পাঁচ দেশের মধ্যে তিনটিই যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করেছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ভোট দানে বিরত ছিল যুক্তরাজ্য।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সমর্থন লাভকারী ইউক্রেনও ভোটদানে বিরত ছিল। ইসরাইলের কট্টর সমর্থক জার্মানিও বিরত ছিল। আর জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া এর বিরুদ্ধে অবস্থান নেয়।

ইউক্রেনের সীমান্তে অবস্থিত এবং মার্কিন মিত্র ও ন্যাটোর সদস্য পোল্যান্ড প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফিনল্যান্ড, সুইডেনও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অংশীদার ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী ও হেলোবাইক চালক। শুক্রবার (১১ অক্টবর) সকাল ১১ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক...

সিংগাইরে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেনকে (২৬) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাকে ধল্লা...

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ শব্দ ব্যবহার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ...

মেহেরপুরে হারানো ৭১টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: হারানো ৭১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। মেহেরপুর জেলা...

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

আন্তর্জাতিক ডেস্ক : এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোয়িার লেখিকা হান কাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বিকেল ১টা ও বাংলাদেশ সময়...

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের লেকভিও কনভেনশন সেন্টারে বাংলাদেশ...

মিয়ানমার থেকে ফিরল ট্রলার, ভেতরে ১ লাশ ও ১১ জেলে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের শিকার হওয়া মাছ ধরার বাংলাদেশি ছয়টি ট্রলারের মধ্যে একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরে এসেছে।...

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান কারাগারে

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের...