তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী নিউ মার্কেটে এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রজব আলী (কালা মিয়ার) ছেলে আব্দুস সালাম (৫০) দীর্ঘদিন থেকে জুড়ী নিউ মার্কেটে কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে পৌঁছান। কর্মস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মার্কেটের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফ্যানের সাথে সালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজার প্রদীপ দাস মার্কেটের মালিকদের ঘটনা জানান। খবর পেয়ে মার্কেটের মালিক এম এ মুজিব মাহবুব ও তার বড় ভাই জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জুড়ী থানাকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে আব্দুস সালামের স্ত্রী বানু বেগম বার বার মোর্চা যাচ্ছিলেন। বানু বেগম জানান,তার স্বামী সকালে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে হাসিমুখে বিদায় নিয়ে কর্মস্থলে জান। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর আসে। এ মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।
আব্দুস সালামের তালতো ভাই (বেয়াই) ফজর আলী জানান, খবর পেয়ে তিনি নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অফিস করতে গিয়ে আব্দুস সালামের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময়ের লাশের মুখ দিয়ে রক্ত পড়তে দেখেছেন।
আব্দুস সালামের ছেলে শরিফ আহমদ বলেন, সকালে বাবার হাসি মাখা মুখটা দেখেছি। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত বলা যাচ্ছে না কোন কিছু।