নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভা আজ (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- জিএসপি ফিন্যান্স লিমিটেড এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা যায়, জিএসপি ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আজ ৩০ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।আলোচিত সভায় সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ৩০ নভেম্বর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।