নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৮ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন তিনশত কোটি টাকার নিচে নেমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০২.৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং ২ হাজার ৯৯.৩৮ পয়েন্টে।
ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির বা ১৮.০৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৬টির বা ২৪.৯২ শতাংশের এবং ১৭৪টির বা ৪৫.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ২৯৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা।