January 16, 2025 - 8:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতবরখাস্তই থাকছেন দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

বরখাস্তই থাকছেন দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় সৈয়দ জাহাঙ্গীর আলম আপাতত মেয়র পদে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে জাহাঙ্গীরের রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট রুল দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে প্যানেল মেয়র হিসেবে একজন কাউন্সিলরকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্তও স্থগিত করা হয়। ফলে মেয়র হিসেবে জাহাঙ্গীরের দায়িত্ব পালনের পথও খোলে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এটি আপিল বিভাগের চেম্বার কোর্ট হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়। জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল।রুহুল কুদ্দুস কাজল আজকের আপিল বিভাগের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আজ সর্বোচ্চ আদলতকে বলেছি বিষয়টি নিয়ে হাইকোর্টে রুল শুনানির জন্য ধার্য রয়েছে। এখন রুল শুনানি হবে।

সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে লেখা হয়, আপিল বিভাগ আদালত অবমাননার দায়ে সৈয়দ জাহাঙ্গীর আলমকে দণ্ড দিয়েছেন। আর দিনাজপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোয় ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২(১)(খ)(ঘ) ধারা অনুযায়ী ‘পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দ-িত এবং অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার’-এর দায়ে মেয়রের পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করায় তাঁর দিনাজপুর পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩১(১) ধারা অনুযায়ী সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে আদালত অবমাননার দায়ে দণ্ডিত সৈয়দ জাহাঙ্গীর আলম গত ১৮ অক্টোবর দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত অবমাননার দায়ে আপিল বিভাগের রায় অনুযায়ী এক মাসের সাজাভোগ শেষে ১৬ নভেম্বর কারামুক্তি পান সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর। এরপর সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন...

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার...

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি...

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার...

নির্বাচন সংস্কারে যেসব প্রস্তাব দিলো কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমিশন...

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...