December 5, 2025 - 1:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিপিএল নিলামে দেশি ১৫৮ ও বিদেশি ২৫০ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

বিপিএল নিলামে দেশি ১৫৮ ও বিদেশি ২৫০ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

spot_img

স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে বলে নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএল টুর্নামেন্টের পর্দা নামবে। আসন্ন আসরে মোট ৬টি দল অংশ নেবে।

বিপিএলের এবারের আসরকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। আসন্ন বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিপিএলের স্থানীয় খেলোয়াড়দের নিলামের তালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করেছে বিসিবি।

বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৬৬ জন স্থানীয় ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জন সরাসরি চুক্তিতে দল পেয়ে যাওয়ায় নিলামে উঠবে বাকি ১৫৬ জনের নাম।

বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন লিটন দাস, নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদও আছেন ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের এ ক্যাটাগরিতে। তবে সরাসরি চুক্তিতে দল পাওয়ায় নিলামে উঠছেন না মুস্তাফিজ-তাসকিনরা। সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের এবার সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা হয়নি। তারা আছেন ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গী শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারিরা।

৩৫ লাখ ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে আছেন শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, সাইফ হাসান, নুরুল হাসান সোহান জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় এবং ইয়াসির আলী রাব্বিসহ ১৮ ক্রিকেটার। এই ক্যাটাগরির ৭ জনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র‍্যাঞ্চাইজি দলগুলো।

আকবর আলী, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৯ ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার আছেন ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে।

১৪ লাখ ভিত্তিমূল্যের ‘ই’ ক্যাটাফরিতে আছেন সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার। ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। ১১ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার।

এবারের আসরে নিলামের আগে দুইজন ক্রিকেটার সরাসরি চুক্তিতে নেয়ার নিয়ম রেখেছে বিসিবি। এই দুজনের একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে।

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরুতে ৫০ হাজার টাকা করে বাড়বে।

কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে।

‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...