বিনোদন ডেস্ক : ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট ও গিটার জাদুকর খ্যাত জেফ বেক আর নেই। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিবিসির সংবাদে এ তথ্য জানা গেছে।
জেফ বেকের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জেফ বেক আর আমাদের মাঝে নেই। তাকে হারিয়ে আমরা ভীষণ শোকাহত।’
জানা গেছে, সম্প্রতি জেফ বেক হঠাৎ ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত হন। এরপর তিনি গতকাল মারা যান।
জেফ বেক ষাটের দশকে হেভি মেটাল, জ্যাজ-রক মিউজিক জনপ্রিয় করতেও ব্যাপক ভূমিকা রাখেন।
জেফ বেক তার ক্যারিয়ারের শুরুতে ইয়ারবার্ডস ব্যান্ডের সঙ্গে গিটার বাজান। এর অনেক পরে তিনি আলাদাভাবে একক পরিবেশনায় মন দেন। এভাবে তিনি ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।
উল্লেখ্য, মিউজিকে অসামান্য অবদান রাখার জন্য জেফ বেক আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার সবশেষ একক অ্যালবাম ‘লাউড হেইলার’ ২০১৬ সালে মুক্তি পায়। এছাড়া গত বছর জনি ডেপের সঙ্গে যৌথ অ্যালবাম ‘১৮’ মুক্তি পায়।