December 5, 2025 - 12:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিদেশের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

spot_img

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ শুরু করেছে। সারাদেশে বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারকাজ এগিয়ে নিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মিলনায়তনে আয়োজিত ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার অধ্যক্ষবৃন্দেরসাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ।

কলেজ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন দপ্তরের পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, নেত্রকোনা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাকের হোসেন, সুন্দরবন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন, নাসির উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ আলিসহ অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি ও কয়েকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ ও তুলে ধরেন। জুলাই অভ্যুত্থানে নিহত নাসিরাবাদ কলেজের ছাত্র শহীদ সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতোমধ্যেই ইউনিসেফসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে কাজ শুরু করেছে, আরো অনেকেই কাজ করার আগ্রহ প্র্কাশ করেছে।

আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক বাড়িভাড়াসহ অন্যান্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা আমাদের সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। জাতি হিসেবে আমরা আমাদের মরালিটি হারিয়ে ফেলেছি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষমুখী করতে পারিনি। পাশাপাশি আমরা আমাদের শিক্ষকদের যথাযোগ্য সম্মান দিতে পারিনি। এই অবস্থার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা দেয়ার উদ্যোগ আমরা নিয়েছি। ইতোমধ্যেই আমরা শিক্ষকদের এমপিওভুক্তি, বিষয় অধিভুক্তির উল্লেখযোগ্য দাবি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, শিক্ষাখাতে জিডিপির এত স্বল্প পরিমাণ বরাদ্দ বিশ্বের অন্য কোনো দেশে হয় না। শুধু শিক্ষায় বিনিয়োগ করে বিশ্বের অনেক দেশ উন্নতির শিখরে পৌছে গেছে। অথচ আমাদের দেশে শুধু শিক্ষার ক্ষেত্রে বরাদ্দের সময় বলা হয়, টাকা নেই। এটা তো মেনে নেয়া কষ্টকর। একজন শিক্ষককে তৃতীয় শ্রেণির নাগরিক করে রেখে তাদের কাছ থেকে কিভাবে প্রথম শ্রেণির নাগরিক আশা করতে পারি?

তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কারে হাত দিয়েেছি। বিশেষ করে যুগোপযোগী সিলেবাস প্রণয়নসহ আমরা ইতোমধ্যেেই ২৬টি ক্ষেত্রে সংস্কার সম্পন্ন করেছি। আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ চলছে। আমরা এখন দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের নজীর সৃষ্টি করেছি। বিশ্বের সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা এক মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছি। যাতে দীর্ঘ দিনের পুঞ্জিভূত সেশন জটের অবসান হয়। শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আইসিটি আর ইংরেজির দক্ষতা অর্জন ছাড়া কর্মমুখী দক্ষ জনবল তৈরি করা সম্ভব নয়। আমরা এজন্যই এই দুই বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমরা ইতোমধ্যেই বারো হাজার আইসিটি শিক্ষক বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করার উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে আমরা দরকার হলে আর্থিক প্রণোদনা দিতেও কার্পণ্য করবো না।

ভাইস চ্যান্সেলর ময়মনসিংহে আঞ্চলিক কেন্দ্র, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও আলাদা পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল ইসলাম বলেন, দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যে আমরা উল্লেখ করার মতো অনেকগুলো সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতা পেলে অন্যান্য সব সংস্কার কার্যক্রবাস্তবায়ন করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বল্প ও দীর্ঘমেয়াদী সকল সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...