December 5, 2025 - 12:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমচাকরির প্রলোভনে ২১ লাখ টাকার প্রতারণা, হুমকিতে ভুক্তভোগী

চাকরির প্রলোভনে ২১ লাখ টাকার প্রতারণা, হুমকিতে ভুক্তভোগী

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবকের কাছ থেকে ২১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের চরটেংরাইল গ্রামের মো. ফিরোজ উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

প্রতারিত ভুক্তভোগী উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আব্দুল মালেক জানান, ফিরোজ উদ্দিন বর্তমানে মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে (ব্যক্তিগত নম্বর—১১৯১৪) কর্মরত। ফিরোজ ও তার শ্যালক রাশিদুল ইসলাম (প্রবাসী এজেন্সি ব্যবসায়ী, মধ্য বাড্ডা, ঢাকা) চাকরির আশ্বাস দিয়ে দফায় দফায় ব্যাংক চেক ও নগদে মোট ২১ লাখ ৭০ হাজার টাকা, ৭টি স্ট্যাম্প ও ৭টি চেক গ্রহণ করেন।

এরপর তারা মালেককে ভুয়া নিয়োগপত্র ও জাল পুলিশ ভেরিফিকেশন সরবরাহ করে জানায় যে তার পদায়ন হবে কক্সবাজারের টেকনাফে এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। কিন্তু নির্ধারিত সময়ে প্রশিক্ষণে যোগ দিতে গেলে মালেক জানতে পারেন, নিয়োগপত্র ও ভেরিফিকেশন দুটোই সম্পূর্ণ জাল।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে ফিরোজ ও রাশিদুল নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক বসে, যেখানে ফিরোজের মামা ও কামারখন্দ উপজেলার জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মধ্যস্থতা করেন। বৈঠকে টাকা লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে আতাউর রহমান বোনের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস দেন এবং মালেকের হাতে ১০টি ব্যাংক চেক তুলে দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে কর্মকর্তারা জানান, স্বাক্ষর জাল হওয়ায় সেগুলো গ্রহণযোগ্য নয়।

মালেক অভিযোগ করেন, বিষয়টি জেলা জামায়াতের আমির ও স্থানীয় রাজনৈতিক নেতাদের অবহিত করা হলেও কোনো সমাধান হয়নি। বরং সম্প্রতি অভিযুক্তদের পক্ষ থেকে ফোনে হুমকি পাচ্ছেন তিনি। এ বিষয়ে র‌্যাব-১২-কে অবহিত করা হলেও এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগী।

অভিযুক্ত আতাউর রহমান বলেন, “টাকা নেওয়ার বিষয়টি সত্য। বোনের সম্পত্তি বিক্রির পর ফেরত দেওয়ার বিষয়ে ভাগ্নে ও বোন জামাইদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু তারা টাকা দেয়নি।” তবে চেক জালিয়াতি ও হুমকির অভিযোগ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

কামারখন্দ থানার এসআই মো. মান্নান বলেন, “ভুক্তভোগীর অনুরোধে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছিল। বিবাদীপক্ষ ৩০ নভেম্বরের মধ্যে আংশিক টাকা পরিশোধের প্রস্তাব দেয়, তবে বাদী তা প্রত্যাখ্যান করেন।”

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, “বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেননি।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...