সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২১ কোটি ১৩ লক্ষ ৪৫ হাজার ৯১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৫৪ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৯৬৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪২.৪১ পয়েন্ট কমে ৫৪৪৯.৯৩ ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৯৯ পয়েন্ট কমে ২১০৭.১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.১০ পয়েন্ট কমে ১১৭৮.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, সামিট এলায়েন্স পোর্ট, টেকনো ড্রাগ, আইএসএন, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইল, রবি আজিয়াটা, সোনালী পেপার, এশিয় াটিক ল্যাব্রেটোরিজ ও ইউসিবি।
দর বৃদ্ধির শীে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউসিবি, টেকনো ড্রাগ, এনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, পাওয়ার গ্রীড, হাওয়া ওয়েল টেক্সটাইল, ইনটেক লি., আইটিসি, এমবিএল ফার্স্ট মি. ফা. ও সাউথইস্ট ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিএপিএম বিডিবিএল মি. ফা., প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, বে-লিজিং, এসআইবিএল, এক্সী পেস্টিসাইড, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও জিবিবি পাওয়ার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭২৪৪৬৬৭২৪৪৭২৫.০০।


