নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিসর্জনের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে।
তিনি বলেন, এবার পূজার নিরাপত্তায় শুধু পুলিশ, র্যাব, আনসার বা বিজিবি নয়, প্রয়োজনে সশস্ত্র বাহিনীও দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে। যারা দুষ্কৃতিকারী তারা সবজায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে।
তিনি জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১ হাজার ৫৭৬ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সভায় জানানো হয়, চলতি বছরে সারাদেশে প্রায় ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ তালিকা এলে মণ্ডপের সংখ্যা আরও বাড়তে পারে। অনুমান করা হচ্ছে, মোট সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন:
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনাবাহিনী
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা


