December 5, 2025 - 12:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৫০০ মানুষ।

সোমবার ১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েকদফা আফটারশক হওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। প্রত্যন্ত পার্বত্য এলাকার বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে। তালেবান কর্তৃপক্ষ একথা জানায়।

আফগানিস্তানের জালালাবাদ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প মধ্যরাতে আঘাত হানলে কাবুল থেকে প্রতিবেশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বেশ কয়েকটি ভবনকেও ঝাঁকুনি দেয়। মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১২ লক্ষেরও বেশি মানুষ এই কম্পন অনুভব করেছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত কুনার প্রদেশে ভোর চারটার দিকে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৮শ’ নিহত এবং ২,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলে।

মুখপাত্র আরো জানান পাশ্ববর্তী নানগাহারে আরো ১২ জন নিহত এবং ২শ’ ৫৫ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন এএফপি’কে জানিয়েছেন, ‘বিপুল সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’ ‘এই শোকের মুহূর্তে আমরা আমাদের আফগান ভাইবোনদের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। ’ভূূমিকম্পে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী আফগানিস্তানের এলাকাগুলোতে মাটি ও পাথরের ঘরবাড়ি ভেঙে পড়ে।

২০২২ সালের জুনের পর থেকে এটি আফগানিস্তানের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। তখন ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দেশে কমপক্ষে ১,০০০ মানুষ মারা গিয়েছিল।

এই ধ্বংসযজ্ঞের ফলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
গুতেরেস এক্স-এ লিখেছেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের দল তৎপর এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অভাবীদের সহায়তা করার জন্য কোনো ত্রুটি থাকবে না।’

আফগানিস্তানে মারাত্মক ভূমিকম্পের ঝুঁকি থাকে বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়। সেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

গত বছর এর পশ্চিমাঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। ধারনা করা হচ্ছে, বিভিন্ন সংস্থা বা দেশ থেকে সহায়তা পেলে এই দুর্যোগপূর্ণ দেশটির সম্পদকে আরো প্রসারিত।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান এবং ইরান থেকে ফেরত আসা ৪০ লক্ষেরও বেশি আফগান নাগরিক ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বসবাস করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা সতর্ক করে এক বিবৃতিতে এএফপি’কে জানিয়েছে, প্রত্যন্ত কুনার প্রদেশের গ্রামগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে। ‘ধ্বংস্তুপের কারণে এই গ্রামগুলোতে প্রবেশ করা অত্যন্ত দুরুহ ব্যাপারে পারিণত হয়েছে।’

ইজাজ উলহক এএফপি’কে বলেছেন, ‘আমাদের শঙ্কা ও টেনশন শুধু শিশু ও মহিলাদের নিয়ে। কারণ, আমরা আমাদের জীবনে কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হইনি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...