December 15, 2025 - 8:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeস্বাস্থ্য-লাইফস্টাইলবোকা বাক্স থেকে মানুষের স্মার্ট সঙ্গী এখন টেলিভিশন

বোকা বাক্স থেকে মানুষের স্মার্ট সঙ্গী এখন টেলিভিশন

spot_img

কর্পোরেট ডেস্ক: একটা সময়ে টেলিভিশন সেট মানেই ছিল ভারি বড় আকারের বাক্স সদৃশ জিনিস—বসার ঘরে কোণাকুণি করে রাখা হত, যাতে সবাই মিলে একসাথে দেখা যায়। টিভিতে দেখা যেত কেবল নির্ধারিত কিছু অনুষ্ঠান আর খবর। নিজের সুবিধা মত অনুষ্ঠান দেখার কোন সুযোগ ছিলো না। আর আমাদের হাতে থাকা রিমোটটি দিয়ে চ্যানেল বদলানো, সাউন্ড বাড়ানো কমানোর মত কিছু সাধারণ কাজ ছাড়া তেমন কিছুই করা যেত না।

তবে, প্রযুক্তির নানা উদ্ভাবনের হাত ধরে বর্তমান সময়ের টিভিগুলো হয়ে উঠেছে স্মার্ট। এসব টিভি বর্তমান সময়ের আধুনিক লাইফস্টাইলের সাথে দারুণভাবে মিশে যেতে সক্ষম। তাই, চাইলেই সকালটা শুরু করা যায় নিজের প্রয়োজন অনুযায়ী ওয়ার্কউটের ভিডিও দেখে ব্যায়াম করে। এরপর একই টিভিতে স্পষ্ট ও ঝকঝকে পর্দায় নাস্তা করতে করতে চোখ বুলিয়ে নেয়া যায় অফিসের জন্য তৈরি করা স্লাইডগুলোতে। আবার দিনশেষে সন্ধ্যায় পরিবারের সঙ্গে আরামদায়ক হোম থিয়েটার মোডে সিনেমা দেখার সঙ্গীও হতে পারে এই টিভিগুলো। একইসাথে, গেইম খেলা বা পছন্দ মত ইউটিউব চ্যানেল চালানো যেতে পারে নিজের পছন্দ অনুযায়ী।

একটা সময় যা ছিল কেবল বিনোদনের মাধ্যম, প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে তা এখন আমাদের জীবনের স্মার্ট সঙ্গী হয়ে উঠেছে।
ফাংশনের জায়গা থেকে পুরোনো টিভিগুলো ছিল অনেকটাই সাধারণ। টিভিতে ছবি ও শব্দের মান সে সময় অনুযায়ী সর্বোচ্চ ভালো থাকলেও, আদতে তা ছিল অনেকটাই নিম্নমানের (বর্তমান সময় অনুযায়ী)। এমনকি জানালার বিপরীতে সেই সময়ের টিভি রাখা হতো না, কারণ সূর্যের আলো পড়ে টিভি পর্দার কিছুই দেখা যেত না। অথচ এখনকার টিভিগুলো একদম স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দ কনটেন্ট এবং পরিবেশ অনুযায়ী মানিয়ে নিতে পারে। প্রয়োজন অনুযায়ী অ্যাকশন দৃশ্য বা উজ্জ্বল আলোয় ভরা দৃশ্যগুলোর ছবিকে আরও শার্প করে তোলে, আর ধীর ও আবেগঘন নাট্য দৃশ্যগুলোতে শব্দের গভীরতা বাড়িয়ে ও ছোট ছোট ডিটেইলও পর্দায় তুলে ধরে। এমনকি কিছু টিভি ঘরের শব্দতরঙ্গ অনুযায়ী তার সাউন্ড সিস্টেমকে মানিয়ে নেয়, ফলে ডায়লগ শুনতে ভলিউম বাড়াতে না হয়। উন্নতমানের টেলিভিশন স্ক্রিন এবং অডিও কোয়ালিটি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে সহজেই। এ কারণে এখন দিনের যেকোনো সময় টিভি দেখা অনেক বেশি স্বস্তির ও শান্তির।

এখনকার এই স্মার্ট টিভি গুলো চালানোও অনেক সহজ হয়ে গেছে। অনেক স্মার্ট টিভিই এখন কণ্ঠস্বর বা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি নতুন মডেলগুলোতে জেশচার কন্ট্রোলও রয়েছে, অর্থাৎ এর মাধ্যমে শুধু হাতের ইশারাতেই চ্যানেল বা ভলিউম পরিবর্তন করা যাবে; রিমোট ছাড়াই। এতে যেকোনো বয়সের মানুষ এবং শারীরিক যেকোনো প্রতিবন্ধকতা নিয়েও যে কেউ অনায়েসে টিভি চালাতে পারবেন, এর জন্য আর আগের মত রিমোটের ওপর নির্ভর করতে হবে না। সবাই নিজের সুবিধা মত টিভি দেখতে পারবে, কোন ধরনের জটিলতা ছাড়াই।
বাজারে আসা স্যামসাংয়ের সর্বশেষ কিছু টিভি মডেলে এই প্রযুক্তিগুলো ইতিমধ্যেই সংযুক্ত করা হয়েছে। এই টিভিগুলোর মধ্যে ইউনিভার্সাল জেশচার কন্ট্রোলও রয়েছে। তাই, এ ধরনের স্মার্ট প্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।

আসলে টেলিভিশন এখন আর শুধুমাত্র ঘরের কোণে থাকা একটি বড় পর্দাই নয়; বরং এটি এখন আমাদের সারাদিনের একটি বুদ্ধিমান সঙ্গী। আমাদের স্বাস্থ্য, দরকারি কাজ, বিনোদন, গেইম খেলা এবং আরও অনেক কিছুতে আমরা নিজের অজান্তেই এই স্মার্ট সঙ্গীর ওপর নির্ভর করি। এই স্মার্ট টিভিগুলো ছবি, শব্দ ও ব্যবহারযোগ্যতাকে এমনভাবে আমাদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে দিয়েছে, যে টিভির মত একটি যন্ত্র এখন আমাদের আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে...

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে...