নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে ’বি’ ক্যাটারির কোম্পানি। টপটেন গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বি ক্যাটাগরি কোম্পানি।
গত সপ্তাহে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.১৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ২১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪ লাখ ২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪০.৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৯ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৮৯ লাখ টাকা।
অলিম্পিক অ্যাক্সেসরিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ১১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড, সেন্ট্রাল ফার্মা, সমতা লেদার ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।