শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামে জমির মালিককে কোনকিছু না জানিয়ে ইচ্ছেমত জমি দখল করে রাস্তা করে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিরুল ইসলাম (৪৭) নামের একজন ইমাম গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তোভোগী আবুল হোসেন নামের একজন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৩ মে সকাল ১০টার দিকে আখতারুল আলম আজাদ, বকুল হোসেন, আব্দুস সামাদ, আল-আমিন, বাছেদ, ইয়াসিনসহ ৭জনের নাম উল্লেখে করে অজ্ঞাতনামা ৩০জনের একটি দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত অবস্থায় জোরপূর্বক জমির মধ্যে প্রবেশ করে ২টি কাঠ গাছ কেটে ফেলে এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধান করে এবং পুকুরের পাড় কেটে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমিরুল ইসলাম এসব কাজ বন্ধ করতে বললে উল্টো তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়াও তারা এখনো জোরপূর্বক উক্ত জমিতে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে, ফলে জমির প্রকৃত মালিকরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বলেন. অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


