নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৩০.০৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২২ কোটি ২৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪৪ লাখ টাকা।
প্রিমিয়ার সিমেন্ট মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৪ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৯৭ লাখ টাকা।
এমবি ফার্মা ১৪.২২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস, অ্যাপেক্স ফুডস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০