December 16, 2025 - 10:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

spot_img

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এ অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ এবং বরাদ্দ বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ১৯০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়কের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। নির্ধারিত মেয়াদ ২০২১ সালের আগস্ট থেকে প্রথম দফায় ২০২৪ সালের ডিসেম্বর এবং পরে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পের বাজেটও প্রায় দ্বিগুণ হয়ে ১৮ হাজার ৬৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।

একই অবস্থা সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পেরও। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ প্রাথমিকভাবে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণসহ নানা সমস্যার কারণে এর মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে ব্যয়ও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ইন্টারচেঞ্জের কাজ ৫২ শতাংশ এবং চার লেন সড়ক প্রকল্পের ৮২ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে বাস্তবে উল্লাপাড়া, ভূঁইয়াঘাটী, ছোনকা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর মতো বিভিন্ন স্থানে নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। অনেক জায়গায় মূল লেনের পরিবর্তে বিকল্প লেন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে, ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে হতাশা ও ভোগান্তি।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্প দু’টি দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যোগাযোগ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর দ্রুত সমাপ্তির উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান ও প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রাসেল উভয়েই আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তবে মাঠপর্যায়ের বাস্তবচিত্র এবং বারবার সময় ও ব্যয় বৃদ্ধি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারি তদারকি ও সমন্বয়ের ঘাটতি দূর করা না গেলে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের পূর্ণতা লাভে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...