মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করে মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থা।
সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলার ছাগলদী নেছারিয়া দাখিল মাদ্রাসা ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলদী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার, হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সুপার হযরত মাওলানা সাইফুল ইসলাম খান, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পৃষ্ঠপোষক, আলহাজ্ব চেরাগ আলী খান, ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সিরাজুল ইসলাম খান, নির্বাহী সদস্য, তানজিল আহমেদ হৃদয়, এবং মাদ্রাসার শিক্ষক, হযরত মাওলানা মাকসুদুর রহমান।
সাইদুল ইসলাম খানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।