ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকায় ভারতীয় গরু, মদ, চিনিসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
আটককৃতরা হলেন- বাউশিবাঙ্গালী গ্রামের নয়ন শেখের পুত্র মো. শুকুর আলী (৬৭), ও সমশ্চূড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মো. রমজান (২৬)।
বিজিবি জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে হালুয়াঘাট হাতিপাগাড় বিওপির সদস্যরা রঙ্গনপাড়া এলাকা থেকে ভারতীয় পাঁচটি গরু, রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা একই এলাকা থেকে আরো দু’টি গরু, বান্দরকাটা বিওপির সদস্যরা চায়না মোড় এলাকা থেকে ৫৪০ কেজি চিনি ও ৫৭১ পিস ডাব সাবান ও হলদীগ্রাম বিওপির সদস্যরা হলদীগ্রাম এলাকা থেকে ১১৫২ পিস ভারতীয় সানগ্লাস ও ২৪ বোতল ভারতীয় মদসহ ২ চোরাকারবারিকে আটক করে।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তাওয়াকুচা বিওপির সদস্যরা খাড়ামোড়া এলাকা থেকে আরো একটি ভারতীয় গরু আটক করেন। এসব অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও দু’জনকে আটক করে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।