তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে কর্মসূচির উদ্বোধন করেছেন।
তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচি উপলক্ষ্যে এই দুই দিন নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এসব প্যান্ডেলে।
তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীসহ পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করছে দলটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল সমাবেশ দুপুর ২টা থেকে শুরু হয়েছে। টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত কর্মসূচি চলবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে দাবি বাস্তবায়নে চাপ দেওয়াসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এরইমধ্যে মঞ্চের সামনে শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এক কাতারে শামিল হয়েছেন তিস্তা রক্ষার দাবিতে। সমাবেশে অংশগ্রহণকারীদের চোখে-মুখে ক্ষোভ আর আশার ছাপ। একদিকে নদী মৃত্যুর প্রহর গুণছে, অন্যদিকে এরই মধ্যে জেগে উঠেছে জনতার অদম্য সংহতি।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন। নাটক ও সংগীতের মাধ্যমে দুই দিনব্যাপী তুলে ধরা হবে তিস্তা পাড়ের মানুষের জীবন কাহিনী।


