গাজীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির দায়ে ব্রজেন্দ্রনাথ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকার রহমান শপিংমলের ৬ষ্ঠ তলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্রজেন্দনাথ রায় (৪০) লালমনিরহাট জেলার আদিতমারী থানার সবদল এলাকার মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ব্লাক লাইফ গার্ডিয়ান নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
গ্রেফতার ব্রজেন্দ্রনাথ রায় তার ব্যক্তিগত ফেসবুক পেইজে অডিও ও ভিডিও ক্লিপ থেকে ধর্ম নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ।
ওসি আরো জানায়, ব্রজেন্দ্রনাথ রায় তার ফেসবুক পেইজে নিয়মিত মাদ্রাসা এমনকি বায়তুল মোকারম জামে মসজিদের খতিব সম্পর্কে নিয়মিত লেখা লেখি এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে আসছিলেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানায় অভিযুক্ত ব্রজেন্দ্রনাথ রায়।
পুলিশকে ব্রজেন্দ্রনাথ আরো জানায়, সে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের বিষয়ে কটূক্তিমূলক প্রচারণা চালাতো। সে পুলিশকে আরো জানায়, তার কুর্মের জন্য সে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী।
তার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ওসি কায়সার আহমেদ।


