গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও দুই চালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার ও রবিবার কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈরে দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাক চালক শাহাদাত হোসেন (৩৫) ও সবুজ মিয়া (৩৬) ও ট্রাকের সহকারী আরিফ হোসেন।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইলগামী একটি ট্রাক ওই এলাকায় ভেঙে পড়ে। চালক ও সহকারী প্রতিবন্ধী ট্রাকটিকে লোহার চেইন দিয়ে টানা করার চেষ্টা করার সময় পেছন থেকে দ্রুতগামী আরেকটি ট্রাক তাদের চাপা দেয়, এতে শাহাদাত ও সবুজ ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত দ্রুতগামী ট্রাকের চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যেহেতু নিহতদের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি, তাই অনুরোধের ভিত্তিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, পুলিশ জানিয়েছে।
শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ আরও দুইজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, শনিবার রাত ৮টার দিকে রাশেদ ইকবাল (৩০) মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসিন সোয়েটার ফ্যাক্টরিতে পৌঁছালে হঠাৎ রাস্তা পার হয়ে যান এক পথচারী।
পথচারীকে ধাক্কা এড়ানোর চেষ্টায় রাশেদ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পড়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার পরিবার অভিযোগ দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।
অপর একটি দুর্ঘটনায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজারে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশন্স) আবু বক্কর সিদ্দিক (৩৫) গুরুতর আহত হন।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, স্থানীয়রা আবু বক্করকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, পুলিশ যোগ করেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ সুদীপ চক্রবর্তী জানান, আবু বক্কর মাথায় গুরুতর আঘাত পেয়ে তাকে মৃত অবস্থায় আনা হয়।
নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


