December 16, 2025 - 11:58 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশহস্তান্তরের দেড় বছরেও আশ্রয়ণ প্রকল্পের ঘরে ওঠেনি ৯৬ পরিবার, বরাদ্দে অনিয়মের অভিযোগ

হস্তান্তরের দেড় বছরেও আশ্রয়ণ প্রকল্পের ঘরে ওঠেনি ৯৬ পরিবার, বরাদ্দে অনিয়মের অভিযোগ

spot_img

সাইফুল ইসলাম তানভীর: বাসযোগ্য সকল প্রকার সুবিধা থাকা সত্ত্বেও সরকারের বিনামূল্যে দেয়া আশ্রায়ন প্রকল্পের ঘর হস্তান্তরের দেড় বছর অতিবাহিত হলেও মানিকগঞ্জের হরিরামপুরে ২১৩ টি ঘরের ৯৬ টিতেই এখনো ওঠেনি বরাদ্দ পাওয়া পরিবারগুলো। ঘরগুলো রয়েছে তালাবদ্ধ। অনেকেই আবার ফসলি জমির শষ্য সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করছেন। তাছাড়া জনমানব শূন্য এলাকায় মাদক সেবীদেরও আনাগোনা বেশি হয়। এছাড়া অনেকেই আবার নিজে ঘরে না ওঠে থাকতে দিয়েছেন অন্যদের। এছাড়া ঘর বরাদ্দে ওঠছে অনিয়মের অভিযোগ। এদিকে তদন্ত করে যারা ঘরে ওঠেনি তাদের বরাদ্দ বাতিল করে যারা ঘর পাওয়ার যোগ্যদের মধ্যে পুনঃবন্টনের দাবি জানিয়েছেন অনেকেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় হরিরামপুরে ১ম পর্যায়ে ১২টি, ২য় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ে ৮৭টি এবং চতুর্থ পর্যায়ে ৮৯টিসহ মোট ২১৩টি পরিবারকে জমি ওর ঘর বরাদ্দ দেওয়া হয়।

সরেজমিনে উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজিমনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় ৭৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয় ২০২৩ সালের ৯ আগস্ট। এর মধ্যে ১৭টি ঘরে বাসিন্দা থাকলেও তালাবদ্ধ পড়ে আছে ৫৮টি ঘর। একই সময়ে হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় ১৪টি পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয়। সেখানেও তালাবদ্ধ পড়ে রয়েছে ৭টি ঘর। ধুলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘরের মধ্যে ৩০টি ঘর তালাবদ্ধ। গালা ইউনিয়নের গোপালপুর এলাকার ৭টি ঘরের মধ্যে তালাবদ্ধ ১টি ঘর। এছাড়া, বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় বরাদ্দ দেওয়া ১০ ঘরে বরাদ্দপ্রাপ্ত কেউই ওঠেনি। ১০টি ঘরে অন্য গৃহহীন পরিবারদের থাকতে দিয়েছেন বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো।

আশ্রয়ণের বাসিন্দা ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, তালাবদ্ধ ঘরগুলো বরাদ্দপ্রাপ্তদের অন্যত্র নিজস্ব জায়গা, ঘরবাড়ি বা থাকার জায়গা রয়েছে। রয়েছে জীবন-জীবিকার ব্যবস্থাও। তাই এসব ঘরে ওঠেননি বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো। তবে, অনেকেই মাঝে মাঝে এসে ঘরের দেখাশোনা করে যান। এছাড়া, যেসব ঘরে বাসিন্দা আছেন, তারা সবাই ঘর বরাদ্দপ্রাপ্ত নন। ঘর বরাদ্দপ্রাপ্তরা তাদেরকে থাকতে দিয়েছেন। তালাবদ্ধভাবে পড়ে থেকে ঘরগুলো নষ্ট হচ্ছে। তাই, তালাবদ্ধ এসব ঘরের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমি ও গৃহহীনদের ঘরগুলো বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

বসন্তপুর আশ্রয়ণ প্রকল্পের ৪৮ নম্বর ঘর বরাদ্দ হয়েছে হালিমের নামে। অথচ, সেই ঘরে থাকেন কালাচাঁন ঘোষ। কালাচাঁন বলেন, এখানে অনেক ঘর খালি আছে। আমি হালিমের ঘরে থাকি। তিনি আমার কাছে ভাড়া চেয়েছেন, তবে আমি কোনো টাকা তাকে দেইনি। বলেছি, ভাড়া দিয়ে থাকতে হলে আপনার ঘরে থাকবো না।

আইলকুন্ডি আশ্রয়ণ প্রকল্পের সর্দার আনোয়ারের স্ত্রী সোনিয়া বেগম বলেন, এখানে ৪০-৪৫টি পরিবার নিয়মিত থাকে। বাকি ঘরগুলো তালাবদ্ধ পড়ে থাকে। অনেকে মাঝে মাঝে আসে। কারেন্ট বিল দিয়ে যায়। একদিনও থাকে না।

আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন সুফিয়া বেগম। তিনি বলেন, নদীতে আমার বাড়িঘর ভেঙে গেছে। তিনটি সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছি। একজন তার ঘরে আমাকে থাকতে দিয়েছে। সাত মাস ধরে এখানে আছি। অনেকের ঘরবাড়ি আছে তারা ঘর পেয়েছে। সে ঘরগুলো তালাবদ্ধ পড়ে আছে। এর মধ্যে একটি ঘর যদি আমার নামে বরাদ্দ দেওয়া হয় তাহলে খুব উপকার হতো। কারণ, যার ঘর সে যদি কাল আমাকে চলে যেতে বলে তাহলে আমার যাওয়ার কোনো জায়গা নেই।
হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, তালাবদ্ধ ঘরগুলোর বরাদ্দ বাতিল করে নতুন করে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরের জন্য সুপারিশ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো যদি ঘরে না থাকে সেক্ষেত্রে তাদের দলিল বাতিল করে নতুন করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে বরাদ্দ দেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ঘর বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো যদি ঘরে না থাকে তাহলে তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে ঘর পাওয়ার যোগ্যদের বরাদ্দ দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...